বদ্ধ ঘরে নীলগাইটির সময় কাটছে কখনো দাঁড়িয়ে, আবার কখনো শুয়ে
Published: 10th, April 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেষের ১০ মিনিট চোখের পানি ধরে রাখা কষ্ট...
টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে এবারের ঈদে নাটক প্রচারিত হয়েছে অনেক কম। প্রযোজনা প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে, গেল কয়েক বছরের তুলনায় এবার অর্ধেকে নেমে এসেছে নাটকের এ সংখ্যা। বরাবরের মতো এবারও বিষয়বস্তুতে প্রেমের গল্পের নাটক প্রাধান্য পেয়েছে বেশি। পারিবারিক গল্পের নাটক অল্পসংখ্যক তৈরি হলেও দর্শকপ্রিয়তায় এগিয়ে ছিল।
প্রচারের পর থেকেই আলোচনায় পারিবারিক গল্পের নাটক ‘তোমাদের গল্প’। সিনেমাওয়ালা নামে ইউটিউবে মুক্তি দেওয়ার পর ১৬ দিনে ১ কোটি ২৫ লাখের বেশি ভিউ হয়েছে। গল্প, অভিনয়শিল্পী ও নির্মাতার প্রশংসা করেছেন মন্তব্যকারীরা। আবু সায়েম নামের একজন লিখেছেন, ‘এই যুগে এত গভীর কাহিনিনির্ভর নাটক আশা করিনি। প্রত্যেক অভিনয়শিল্পী নিখুঁত অভিনয় করেছেন।’ নুর হোসেন নামের একজন লিখেছেন, ‘রক্তের বন্ধন, পারিবারিক বন্ধন নিয়ে টোটাল ৯২ মিনিটের অসাধারণ একটা নাটক! এই ঈদের তো অবশ্যই সেরা; আমার দেখা জীবনেরও অন্যতম সেরা একটা নাটক! অনেক নাটক কিংবা সিনেমাতে হয়তোবা মাঝেমধ্যে চোখে পানি এসেছে, কিন্তু এই নাটকে মাঝেমধ্যে তো আসবেই, শেষের দিকে টানা ১০ মিনিটে চোখের পানি ধরে রাখা অনেক কষ্ট হবে যে কারও!’ ৩৪ হাজারের বেশি মন্তব্য এসেছে মন্তব্যের ঘরে।
আরও পড়ুনঈদের আলোচিত ৫ নাটক০১ মে ২০২৩একান্নবর্তী নাটকের একটি দৃশ্য।