রূপগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৭
Published: 10th, April 2025 GMT
রূপগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোন পরিক্ষার্থীকে বহিস্কার করা না হলেও অনুপস্থিত রয়েছেন ৫৭ জন পরিক্ষার্থী। পুরো উপজেলায় এ বছর ছাত্রছাত্রী মিলে মোট পরিক্ষার্থী ছিল ৬ হাজার ১৬৮ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ২ হাজার ৯৫২ জন এবং ছাত্রী ৩ হাজার ২১৬ জন।
বৃহস্পতিবার দুপুরে (১০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরিক্ষার প্রথম দিনে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ঈসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
পর্যবেক্ষণের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, রূপগঞ্জ উপজেলায় মোট ১৬টি পরিক্ষা কেন্দ্রের জন্য ৫ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছি। সুশৃঙ্খলভাবে এসএসসি পরীক্ষা-২০২৫ সম্পন্ন করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে জেলার সকল কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে চলাচলের নির্ধারিত সীমানা লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হবে।
পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কোন সেটে পরীক্ষা হবে তা জানায়। আমরা তখনই তা সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়ে দিই। এখন পর্যন্ত সব কেন্দ্রে সময়মতো প্রশ্নপত্র পৌঁছেছে এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীরা জানিয়েছে, প্রশ্ন সহজ হয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে। এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সবার উচিত সঠিকভাবে পরীক্ষা দিয়ে ভালো ফল অর্জন করা।”
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ, প্রশ্নপত্র নিরাপদ পরিবহন ও বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি এবং পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ পর ক ষ র থ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
ফরম পূরণ করেও প্রথম দিনে পরীক্ষা দেয়নি প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। অর্থাৎ তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি। আর প্রথম দিনে অসদুপায়ের জন্য বহিষ্কৃত হয়েছে ২২ জন পরীক্ষার্থী।
পরীক্ষা শেষে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রথম দিনের এসব তথ্য জানানো হয়েছে। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির দায়িত্বে আছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।
এবার সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারও তার আগের বছরের চেয়ে প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী কমেছিল।
তবে আজকের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন (অনিয়মিত পরীক্ষার্থীদের কেউ কেউ এক বা একাধিক বিষয়ে পরীক্ষা দেয়, ফলে প্রথম দিনে সবার পরীক্ষা থাকে না)। তাদের মধ্যে আজকের পরীক্ষায় অংশ নেয় ১৭ লাখ ৮৫০ জন।
আরও পড়ুনগতবারের চেয়ে এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কমেছে০৯ এপ্রিল ২০২৫আজিমপুর গার্লস স্কুল কেন্দ্র