সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা
Published: 10th, April 2025 GMT
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।
এজাহারে বলা হয়, হাবিব হাসান সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে ২৮টি ব্যাংক হিসাবে ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, অনুসন্ধানকালে হাবিবের নামে ৭ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে তাঁর বৈধ আয় ১ কোটি ৭৪ লাখ টাকার। তাঁর নিজ নামে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ২৮টি হিসাবের মাধ্যমে ১৫৫ কোটি ৬৩ লাখ টাকা জমা করা হয়; উত্তোলন করা হয় ১৫৫ কোটি ১৩ লাখ টাকা।
মামলায় তাঁর বিরুদ্ধে দুদক আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অ্যাপেক্স ওয়েভিংয়ের কারখানা এক মাস বন্ধ ঘোষণা
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের কারখানার উৎপাদন এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্যাস লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত গ্যাস লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে কারখানার উৎপাদন এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৬ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাটি ১৩ মে থেকে পুনরায় চালু হবে এবং উৎপাদন শুরু করবে।
কোম্পানিটি আরো জানায়, ব্যবস্থাপনা যদি বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে সক্ষম হয় তবে কারখানাটি লে-অফ সময়ের আগে পুনরায় চালু হবে। কিন্তু ব্যবস্থাপনা যদি এই সময়ের মধ্যে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে সক্ষম না হয়, তাহলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে লে-অফের সময় বাড়ানো হতে পারে।
ঢাকা/এনটি/ইভা