বিএনপি নেতা গাজী বাবুল’র মৃত্যুতে মামুন মাহমুদের শোক
Published: 10th, April 2025 GMT
সিদ্ধিরগঞ্জে নাসিক ১নম্বর ওয়ার্ড বিএনপির নেতা গাজী আতাউর রহমান বাবুল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিএনপি নেতা গাজী আতাউর রহমান বাবুল স্ট্রোক করে মারা যায়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে জানাযা শেষে পাইনাদি মিজমিজি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুম গাজী আতাউর রহমান বাবুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গাজী ইসমাইল হোসেনের ছোট ভাই ও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেনের বড় ভাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন।
এতে বলা হয়, গাজী আতাউর রহমান বাবুল মৃত্যুবরণ করায় আমি গভীরভাবে শোকাহত। এই বিএনপি নেতার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানার ১নম্বর ওয়ার্ড বিএনপি’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি।
অধ্যাপক মামুন মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনে ইসরায়েল এর হামলা ও জাতিসংঘের নীরব ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ
মজলুম ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েল এর বর্বরোচিত হামলার ও জাতিসংঘের নীরব ভূমিকা পালনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর ও দক্ষিণ শাখা।
শুক্রবার (১১ এপ্রিল) শহরের ডিআইটি চত্বরে শহর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ কবির হোসেন এর সভাপতিত্বে উত্তর শাখার সেক্রেটারি এইচ.এম. মিরাজুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সংগ্রামী সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরববিশ্বসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।
তিনি বলেন, জারজ রাষ্ট্র ইসরায়েল এখনই এই হত্যাযজ্ঞ থেকে বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।
সভাপতি তার বক্তব্যে বলেন, জারজ ইসরায়েল যে ভাবে আমাদের নিরাপরাধ শিশু ও মা বোনদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোন মানুষ সহ্য করতে পারেনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ;জাতিসংঘকে বলবো অতি সত্তর দুই দেশের যুদ্ধ বিরতির ব্যবস্থা গ্রহন করুন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন।
এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশনারায়ণগঞ্জ শহর দক্ষিণ সহ-সভাপতি মুহাঃ আব্দুস সবুর শহর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মাদ আরিফ উল্লাহ জাদরানসহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।