বিসিবির অদ্ভূত তদন্তে কৌতুহল আর হাস্যরস
Published: 10th, April 2025 GMT
অদ্ভূত এক নাটকই আজ দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে বিস্ময়করভাবে স্টাম্পড হওয়া শাইনপুকুরের মিনহাজুল আবেদীনের সঙ্গে সেখানে হাজির গুলশান ক্রিকেট ক্লাবের উইকেটরক্ষক আলিফ হাসান।
দুজন মিলে নতুন করে মঞ্চস্থ করার চেষ্টা করছেন গতকালের আলোচিত স্টাম্পিংয়ের ঘটনা। বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান রাইয়ান আজাদের সঙ্গে দাঁড়িয়ে সেটা ভিডিও করছেন অন্য কর্মকর্তারা, ভিডিও করছিলেন সংবাদকর্মীরাও।
প্রিমিয়ার লিগের ম্যাচ যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, ম্যাচের ফুটেজ সংগ্রহ করাটা কঠিন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাসছে সেই ফুটেজ। আর কাল তো রাইয়ান আজাদ নিজেই তাঁর ফেসবুক পেজে সে রকম একটি ভিডিও পোস্ট করে হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মতো.
ফেসবুকে ‘চা পানের দাওয়াত’ দিয়ে এনে মিনহাজুল ও আলিফকে ও রকম অভিনয় করাতে নামিয়ে দেওয়াটা বেশ হাস্যরসেরই সৃষ্টি করেছে ক্রিকেটাঙ্গনে। অনেকে এমন প্রশ্নও তুলেছেন, এটি যদি বিসিবির দুর্নীতি দমন বিভাগের তদন্তের অংশই হয়ে থাকে, তাহলেও কি সেটি এভাবে প্রকাশ্যে করা উচিত? আইসিসির দুর্নীতি দমন ইউনিট কি এমন প্রকাশ্য তদন্ত অনুমোদন করে, সেটাও আবার খোদ একটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রধানের নেতৃত্বে? নাকি সংবাদমাধ্যমের মনোযোগ কাড়তেই এই নাটক!
আরও পড়ুনআইপিএল শেষ রুতুরাজের, নতুন অধিনায়ক পুরোনো ধোনি১ ঘণ্টা আগেএ নিয়ে জানতে চাইলে রাইয়ান আজাদ আজ প্রথম আলোকে বলেছেন, ‘এটা প্রক্রিয়ার অংশ। এখানে পরীক্ষা–নিরীক্ষার অনেক কিছু থাকে, এগুলোই আরকি...।’ এর আগে বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওই ম্যাচ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সেটি কি এমন লোকদেখানো তদন্ত!
কাল মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ম্যাচের দুটি আউট বেশ প্রশ্নের জন্ম দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাইনপুকুরের শেষ ব্যাটসম্যান হিসেবে মিনহাজুল আবেদীন সাব্বিরের স্টাম্পিং। ব্যাটসম্যান মিনহাজুল আবেদীনকে এগিয়ে আসতে দেখে ওয়াইড করেছিলেন গুলশানের নাঈম ইসলাম। কিপারের কাছে বল যাওয়ার আগেই ব্যাটটা ক্রিজের ভেতর নেওয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের কাছে। তবে সেই সুযোগটা তিনি নেননি।
আরও পড়ুনক্রিকেট খেলে কত আয় করেন তাসকিন, অন্যরা কত২৯ মার্চ ২০২৫প্রথমবারে স্টাম্প ভাঙতে পারেননি গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান। এই সময়ের মধ্যেই ব্যাটটা তিনি দাগের ভেতরেও নিয়েছিলেন, কিন্তু পুরোটা সময়ই তা শূন্যে ভাসিয়ে রেখেছেন মিনহাজুল।
এর আগে ৩৬তম ওভারে একটি আউটও প্রশ্ন তৈরি করে। নিহাদ উজ জামানের বল ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে খেলতে গিয়ে টার্নে হার মানেন রহিম আহমেদ। অনেক বাইরের বলে তিনি কাছে যাওয়ার চেষ্টাও করেননি সেভাবে। ডিফেন্সের মতো ভঙ্গি করে বল ব্যাটে লাগাতে ব্যর্থ হওয়ার পরও পেছনে ফেরার চেষ্টা না করে ফিরে যান সাজঘরে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: তদন ত
এছাড়াও পড়ুন:
মানুষ ভাবতেন আমি কেবল চুমু খেতে পারি, অভিনয় নয়: ইমরান হাশমি
অনুরাগ বসু নির্মিত বহুল আলোচিত বলিউড সিনেমা ‘মার্ডার’। মহেশ ভাট প্রযোজিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমি। সিনেমাটিতে তাদের রোমান্স, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে হইচই পড়ে গিয়েছিল। মূলত, এরপরই বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান ইমরান হাশমি।
ইমরান হাশমির সঙ্গে ‘সিরিয়াল কিসার’ তকমা এমনভাবে লেগে গিয়েছিল যে মানুষ ভাবতেন, ইমরান হাশমি কেবল চুমুই খেতে পারেন, অভিনয় নয়। রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন ইমরান হাশমি।
ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে থাকার সময়ের কথা বর্ণনা করতে গিয়ে ইমরান হাশমি বলেন, “২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছি। যেমন— ‘জান্নাত টু’, ‘রাজ টু’, ‘রাজ থ্রি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘মার্ডার টু’। এরপর আমি চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পাই।”
আরো পড়ুন:
শ্রীলীলার প্রেমে মজেছেন কার্তিক
সালমানের যত ফ্লপ-ব্লকবাস্টার সিনেমা
সমালোচকদের প্রশংসাসূচক উক্তি উল্লেখ করে ইমরান হাশমি বলেন, “মানুষ ভেবেছিলেন, ইমরান হাশমি পর্দায় শুধু চুমু খেতে পারেন। কিন্তু আসলে সে অভিনয়ও করতে পারেন।’ ‘সাংহাই’ সিনেমা মুক্তির পর আমি সমালোচকদের প্রশংসা পেয়েছি। আমি আমার সেরাটা পেয়েছি। সেই সময়ে আমার ক্যারিয়ার সাফল্যের শীর্ষে ছিল। অভিজ্ঞতা সবসময়ই ভালো; ক্যারিয়ারজুড়ে আমার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে।”
ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা ২০২৩ সালের ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে আইএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
বর্তমানে ইমরান হাশমির হাতে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ রয়েছে। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনার ঘরানার এই সিনেমা। তা ছাড়াও তেলেগু ভাষার ‘জি-টু’, ‘গ্রাউন্ড জিরো’, ‘আওয়ারাপান টু’ সিনেমার কাজও ইমরান হাশমির হাতে রয়েছে।
ঢাকা/শান্ত