বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় জাবির ‘আনন্দশালা: স্পেশাল নিড্স অ্যাডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। আনন্দশালা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “তাদের প্রয়োজনগুলো বিবেচনার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। আমরা যদি নিজেরা সচেতন হই এবং এটাকে নিজেদের সমস্যা মনে করি, তাহলে আমরা এসব সমস্যার সমাধান করতে পারব। এই বিশেষ বাচ্চাদের প্রয়োজনগুলো বিবেচনার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এইটুকু মনে রাখতে হবে, এরা আমাদেরই সন্তান।”

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমাদের বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয় রয়েছে, তেমনিভাবে মানুষের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ও সহযোদ্ধা রয়েছে। তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে এ উপলব্ধি তৈরি করতে পারলে বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর থেকে বৈষম্য দূর করা যাবে।”

আনন্দশালার পরিচালক (অনারারী) এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.

রুমানা রইছের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য

এছাড়াও পড়ুন:

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

রোববার রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

এদিন সকালে র‍্যাব প্রধান রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, সারা দেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান করে মানুষ। সব জায়গায় র‍্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে। 

এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনও গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ