সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখতে কয়েক দফা নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তির ভাষ্য, শুক্র/শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে শিশুদের গ্রেপ্তার বা আটক করার পর তাদের সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন না করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হচ্ছে বলে হাইকোর্ট বিভাগের নজরে এসেছে। অথচ এসব শিশুর জামিন, রিমান্ড, হেফাজত, বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দেওয়ার বিষয়ে এসব আদালতের আইনগত এখতিয়ার না থাকায় ওই শিশুদের গ্রহণ ও তাদের বিষয়ে যেকোনো আদেশ/সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা অপারগতা প্রকাশ করে থাকেন। এ পরিস্থিতিতে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে হাইকোর্ট বিভাগ।

নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালের শিশু আইন (সংশোধিত ২০১৮) এবং মো.

হৃদয় বনাম রাষ্ট্র মামলায় হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে সরকারি কার্যদিবসের ন্যায় সাপ্তাহিকসহ অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) হেফাজত এবং আটক শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যেকোনো দরখাস্ত শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক ২০২০ সালের তথ্যপ্রযুক্তি ব্যবহার আইনের বিধিবিধান অনুসরণ করে শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবেন।

অপর নির্দেশনায় বলা হয়, সরকারি কার্যদিবসের ন্যায় ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশু (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) বা আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর জবানবন্দি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়, আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) জবানবন্দি রেকর্ড প্রযোজ্য ক্ষেত্রে তাদের জিম্মা হেফাজতসহ অন্য যেকোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদান এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুকে আটক/গ্রেপ্তারের পর পুলিশ কর্তৃক জামিন প্রদান না করা হলে ওইরূপ শিশুর জবানবন্দি রেকর্ড, তার বয়স নির্ধারণ, রিমান্ড, নিরাপদ হেফাজতসহ যেকোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি কার্যদিবসের ন্যায় সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে অভিযুক্ত/আটক করা শিশুকে সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন করবে।

অপর নির্দেশনায় বলা হয়, আইনের সংস্পর্শে আসা শিশু ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের হেফাজত, জামিন, রিমান্ড, বয়স নির্ধারণসহ যেকোনো অন্তর্বর্তী বিষয়ে সরকারি কার্যদিবসের ন্যায় সরকারি ছুটির দিনগুলোতেও সংশ্লিষ্ট শিশু আদালত ২০১৩ সালের শিশু আইন (সংশোধিত ২০১৮) মো. হৃদয় বনাম রাষ্ট্র মামলায় দেওয়া নির্দেশনা অনুসরণ করে নিষ্পত্তি করবেন।

২০১৩ সালের শিশু আইনের (সংশোধিত ২০১৮) বর্তমান অস্পষ্টতা ও অসংগতি দূর করতে শিশু আইন সংশোধন কিংবা এই কোর্ট (হাইকোর্ট বিভাগ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লিখিত নির্দেশনাগুলো কার্যকর/বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইন র স স পর শ বয়স ন র ধ উপস থ প সরক র

এছাড়াও পড়ুন:

ব্রাভোকে দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি

ভিডিওটি চেন্নাই সুপার কিংসের এক্স অ্যাকাউন্টে বেলা সাড়ে এগারোটার দিকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, নেটের ভেতর গ্লাভস পরে সম্ভবত ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন ডোয়াইন ব্রাভো গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন ধোনির কাছে। তাঁকে দেখে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি চেন্নাইয়ের নেতৃত্বে ফেরা ধোনি।

আরও পড়ুনপিএসএলে কি আজ অভিষেক হবে রিশাদের১ ঘণ্টা আগে

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কনুইয়ের হাড়ে চিড় ধরায় আইপিএল থেকে তিনি ছিটকে গেছেন। অধিনায়ক হিসেবে তাই ধোনিকে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। তাঁর অধিনায়কত্বেই আজ রাতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের আগে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে ব্রাভোর সঙ্গে দেখা হয় ধোনির।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারকে দেখেই নেটের ভেতর থেকে ধোনি বলেন, ‘বিশ্বাসঘাতক এখানে এসেছে।’ ব্রাভোও হাঁটতে হাঁটতে ধোনির কাছে এগিয়ে যাওয়ার পথে হাসতে হাসতে উত্তর দেন, ‘জীবন খুবই অন্যায্য।’ নেটের পাশে দাঁড়ানো চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এ সময় তাঁকে দেখে বুকে জড়িয়ে নেন এবং বলেন, ‘হেই ডিজে।’ ব্রাভো এরপর ধোনির সঙ্গে নেটের বাইরে থেকেই হাত মেলান এবং তাঁর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন।

আরও পড়ুনআইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি২ ঘণ্টা আগে

চেন্নাইয়ে দুই মেয়াদে ধোনির সতীর্থ ছিলেন ব্রাভো। ২০১১ থেকে ২০১৫ ও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাইয়ে বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এবার আইপিএল শুরুর আগে কলকাতার মেন্টরের দায়িত্ব নেন স্বীকৃত টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ এ উইকেটশিকারি (৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট)। অর্থাৎ আজকের ম্যাচে সাবেক সতীর্থ ও বন্ধুরও মুখোমুখি হতে হবে ধোনিকে।
৪১ বছর বয়সী ব্রাভোর সঙ্গে ধোনির বন্ধুত্ব এখনো অটুট। কিন্তু চেন্নাই ছেড়ে কলকাতার কোচিং প্যানেলে যুক্ত হওয়ায় ধোনি সম্ভবত ব্রাভোকে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি।

ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২২ সালে আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো। কলকাতার মেন্টর গৌতম গম্ভীর ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে তাঁর জায়গা নিয়েছেন ব্রাভো।

৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯–এ থাকা চেন্নাই নিজেদের সর্বশেষ চার ম্যাচেই হেরেছে। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার বিপক্ষে তাই একটু চাপেই থাকবেন ধোনি। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলকাতা।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান
  • ব্রাভোকে দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি
  • রপ্তানির বিকল্প পথ কমল, বাড়বে চাপ