অবশেষে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি মিলেছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সভা শেষে সীমিত আকারে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম সভায় সভাপতিত্ব করেন। বেলা তিনটার দিকে সভাটি শেষ হয়। সভায় সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সংগঠকেরা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুষ্ঠানের অনুমতি ঝুলিয়ে রাখা হয়।

আজ সভা শেষে পরিষদের সমন্বয়ক সুচরিত দাশ প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আমরা বলেছি, শেষ করতে হয়তো ১৫ মিনিট বেশি সময় লাগতে পারে। কারণ, আমাদের সংগঠন বেশি।’

সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ডিসি হিলে শুরু হবে সকাল সাড়ে ছয়টার দিকে। ৫০টির বেশি সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। এবার ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানটি ৪৭ বছরে পা দিচ্ছে। আগে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান দুই দিনব্যাপী হতো। করোনার পর থেকে তা এক দিনের আয়োজন হচ্ছে।

গত ১৩ ফেব্রুয়ারি সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানায় জেলা প্রশাসক বরাবর। নানা অনিশ্চয়তার পর আজ অনুষ্ঠানের অনুমতি মিলেছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রতিবছরের মতো এবারও ডিসি হিলে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে। ব্যাপ্তি কমিয়ে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।

এদিকে আজ বেলা ১১টায় নগর পুলিশ কার্যালয়ে নববর্ষ উদ্‌যাপন–সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠানের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়। এতে ডিসি হিল, সিআরবি ও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজকেরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

নেচে-গেয়ে হাজারো মানুষ অংশ নিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়

নেচে-গেয়ে হাজারো মানুষ অংশ নিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য়। এবারের পয়লা বৈশাখের এই বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আজ সোমবার সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১০টায়।

শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

সম্পর্কিত নিবন্ধ

  • বর্ষবরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের মারধরের অভিযোগ
  • বর্ষবরণ শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে মামলার আসামি আ.লীগ নেতা
  • বর্ণিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
  • দেশজুড়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা
  • কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন
  • রমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়
  • ছবিতে রমনার বটমূলের বর্ষবরণ
  • চারুকলার শোভাযাত্রায় নেচে-গেয়ে বর্ষবরণ
  • কিশোরগঞ্জে বর্ষবরণ, ‘বিসিক উদ্যোক্তা ও বৈশাখী মেলা’ শুরু
  • নেচে-গেয়ে হাজারো মানুষ অংশ নিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়