মিরপুর শের-ই-বাংলায় ক্যারিয়ার সেরা বোলিং করে লিজেন্ডস অব রুপগঞ্জকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। গুনে গুনে ৬ উইকেট নিয়েছেন এই তারকা। এর আগে সৌম্য সরকার-মাহমুদুল হাসান জয় ব্যাট হাতে ভিত গড়ে দেন।

মিরপুর শের-ই-বাংলায় আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৭৭ রান করে রুপগঞ্জ। তাড়া কর‍তে নেমে ৪৮.

৪ ওভারে ৯ উইকেটে ২৬০ রান করে ব্রাদার্স। বৃষ্টি আইনে তাদের সামনে লক্ষ্য ছিল ২৭০ রান।

শরিফুল একাই ৬ উইকেট নিয়ে ব্রাদার্সের লাগাম টেনে ধরেন। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে সর্বোচ্চ ছিল ১৪ রানে ৪ উইকেট। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

আরো পড়ুন:

ডিপিএলে ফিক্সিং সন্দেহ, তদন্তে নেমেছে বিসিবি

জয়ে ফিরে সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স

ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৭৬ রান নেন মাহফিজুল ইসলাম রবিন। এ ছাড়া আইচ মোল্লা ৪৭ ও মাইশুকুর রহমান ৪৬ রান করেন। ৩৪ রানে অপরাজিত থাকেন সুমন খান।

এর আগে রুপগঞ্জকে চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেন সৌম্য-জয়। দুই ওপেনার দ্রুত ফিরলে দুজনে হাল ধরেন। সৌম্য সর্বোচ্চ ৮০ রান করেন। আর ৫৯ রান আসে জয়ের ব্যাট থেকে। আরাফাত মিশু সর্বোচ্চ ৩ উইকেট নেন।

ঢাকা/রিয়াদ/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে মনোনয়ন পেলেন যাঁরা

শেষ হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এর কার্যক্রম। জুরিবোর্ড নির্বাচন করেছেন এবারের মনোনয়নপ্রাপ্তদের। এবারও ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ ও ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। আজ ছাপা হলা সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের নাম।

সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র
সেরা চিত্রনাট্যকার
আবদুল্লাহ আল মামুন (কাইকর), রিফাত আদনান পাপন, সাজ্জাদ হোসেন বাপ্পি, ‘পরস্পর’
জাহান সুলতানা, ‘তিথিডোর’
সুব্রত সঞ্জীব, ‘রোদ বৃষ্টির গল্প’

সেরা নির্দেশক
জাহিদ প্রীতম, ‘বুক পকেটের গল্প’
পথিক সাধন, ‘কিছু কথা বাকি’
সাজ্জাদ হোসেন বাপ্পি, ‘পরস্পর’

সেরা অভিনেত্রী
তাসনিয়া ফারিণ, ‘পরস্পর’
মেহজাবীন চৌধুরী, ‘তিথিডোর’
সাদিয়া আয়মান, ‘রোদ বৃষ্টির গল্প’

সেরা অভিনেতা
ইয়াশ রোহান, ইতিবৃত্ত
খায়রুল বাসার, পরস্পর
খায়রুল বাসার, রোদ বৃষ্টির গল্প

আরও পড়ুনমেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: চলচ্চিত্রে মনোনয়নপ্রাপ্ত সেরা আট নায়ক১১ সেপ্টেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ