ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবির পাশাপাশি বিশ্ববাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস ও সৌদি আরব দূতাবাসে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় স্মারকলিপি জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে দুই দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি তাঁতীবাজার মোড়ে গেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে এবং দেশে চলমান এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে পদযাত্রাটি ক্যাপাসে ফিরে আসে।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন ও সৌদি আরবের দূতাবাসে স্মারকলিপি জমা দেয়।

বিলাল হোসাইন প্রথম আলোকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা এবং শিক্ষার্থী প্রতিনিধিরা গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে। এ ছাড়া বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি পুনরায় যুক্ত করাসহ সাতটি দাবিসংবলিত একটি স্মারকলিপি পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়েছে।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো বন্ধ করো’, ‘মুসলিম উম্মাহ এক করো, ওআইসি হাল ধরো’, ‘জাতিসংঘ জবাব চাই, ওআইসি জবাব চাই’, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ওয়ান টু থ্রি ফোর, ইসরায়েল নো মোর’ এমন বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া তাঁরা ইসরায়েলি পণ্য বর্জন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানান।

পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন তিন দফা কর্মসূচি ঘোষণা করেন। দফাগুলো হলো ইসরায়েলি পণ্য আমৃত্যু বর্জনের আহ্বান, ফিলিস্তিনিদের জন্য দোয়া করা এবং স্মারকলিপির কোনো প্রতিফলন দেখা না গেলে জাতিসংঘের বাংলাদেশ অফিস ঘেরাও।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব সরকারিভাবে ইসরায়েলি পণ্য বর্জন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি করে ইসরায়েলি পণ্যের বিকল্প উৎপাদন করতেও আহ্বান জানান।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বক্তব্য দেন।

সমাবেশ শেষে গাজায় নিহতদের আত্মার মাগফিরাত ও ফিলিস্তিনিদের জন্য শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম রকল প ইসর য় ল পদয ত র

এছাড়াও পড়ুন:

ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই: চরমোনাই পীর

স্বার্থান্বেষী মহল বিগত ৫৩ বছরে আলেম ও ইসলামী দলগুলোকে মুখরোচক বক্তব্যের মাধ্যমে বারবার প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই। ৫৩ বছর অনেক নিষ্পেষিত হয়েছি, আর হতে চায় না।

জুলাই-আগস্টে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার যশোর ঈদগা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন রেজাউল করীম।

তিনি বলেন, বিভিন্ন সময়ে স্বার্থান্বেষী মহল আমাদের আলমদের, ইসলামী নামের দলকে বিভিন্ন সময় মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকা পেয়ে ধোকা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তারা ক্ষমতার মসনদে যেয়ে আমাদের বারবার প্রতারিত করেছে। দেশের টাকা পাচার করেছে, আমাদের মায়েদের বুক খালি হয়েছে। আমাদেরকে গুম, খুন করা হয়েছে। এর পরিবর্তন আমাদের করতে হবে। 

রেজাউল করীম আরও বলেন, দল প্রতিষ্ঠার পর থেকে একজনও আমরা সংসদে যাইনি। তার মানে কি আমাদের শক্তি নেই? আমাদের দল দুর্বল? কোনো ধান্ধাবাজের সংসদের যাওয়ার সিঁড়ি হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর হবেও না। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টিকেও দেখেছি। এখন ইসলামের শাসন দেখার বাকি।

ইসলামী আন্দোলন যশোরের সভাপতি আব্দুল আলিম মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির নায়েবে আমীর আব্দুল আউয়াল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শোয়াইব হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • গণহত্যার প্রতিবাদ জানাতে রাজধানীতে জনতার ঢল
  • গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ
  • গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন দাবি
  • ড. ইউনূসকে ওআইসির দায়িত্ব নিতে জাবালে নূরের অনুরোধ
  • ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 
  • গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদের বিক্ষোভ
  • ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই: চরমোনাই পীর
  • মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে কবে?
  • রোহিঙ্গা সংকট একটি আসিয়ান সংকট: মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী