৪৬তম বিসিএসে লিখিত প্রার্থীদের ৪৪-এর মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে: পিএসসির চেয়ারম্যান
Published: 10th, April 2025 GMT
পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁদের মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার শিডিউল রয়েছে, তাঁদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। ১৬ জুনের পর দ্রুততম সময়ে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাইভা দুই মাস পরে হবে। আমরা দেখেছি, লিখিত পরীক্ষায় অংশ নেবেন, এরপর ভাইভা পরীক্ষাও দেবেন এমন প্রার্থীর সংখ্যা ২৩০০। তাঁদের ভাইভা আমরা পরে নেব। আজ বৃহস্পতিবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন পিএসসির চেয়ারম্যান।
এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থানের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় বসে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ সভা শুরু হয়। পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সভায় সভাপতিত্ব করছেন। সভা শেষে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির মধ্য রুটিন প্রকাশ, ৮ মে শুরু২ ঘণ্টা আগেএর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পর তাঁরা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে কবর দে’, ‘ড্রিম পিএসসি’, ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।
আরও পড়ুনপিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম খ ক পর ক ষ চ কর প র র থ
এছাড়াও পড়ুন:
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল পিএসসি
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল সরকারি কর্ম কমিশন পিএসসি। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। পরে সুবিধাজনক সময়ে এসব পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার পিএসসি এ কথা জানিয়েছে।
আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি৩ ঘণ্টা আগেএর আগে পিএসসি জানিয়েছে, পিএসসি ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবির পক্ষে থাকা আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস, নন-ক্যাডারসহ বিভিন্ন নিয়োগ–সংক্রান্ত জট নিরসনে নানা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে।