ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিরুদ্ধে ইচ্ছাকৃত ম্যাচ হারের গুরুতর অভিযোগ উঠেছে। ওদিকে পারটেক্স স্পোর্টিং ক্লাব পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জন ঘোষণা দিয়েছিল। ঘোষণা প্রত্যাহার করলেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ১৭০ রানের বিশাল ব্যবধানে হেরেছে দলটি। দিনের অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি ক্রিকেট ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বৃষ্টি আইনে ১০ রানে জিতেছে রূপগঞ্জ।

বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্সের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ তোলে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল হক ৯০ বলে নয় চারের শটে ৭৮ রানের ইনিংস খেলেন। সাব্বির  শিকদার ৬৫ বলে ৬৪ রান যোগ করেন। শামীম মিয়া ৫৩ বলে চারটি চার ও দুই ছক্কায় খেলেন ৫৩ রানের ইনিংস।

জবাব দিতে নেমে ৩১.

৫ ওভারে ৯ উইকেটে ১৩২ রানে থামে পারটেক্স স্পোর্টিং ক্লাব। বোলিং করলেও ব্যাটিংয়ের সময় মোহর শেখ মাঠে না থাকায় অ্যাবসেন্ট হার্ট হন তিনি। পারটেক্সের ওপেনার ও উইকেটরক্ষক আদি ৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন। গাজী গ্রুপের হয়ে শামীম মিয়া, ওয়াসি সিদ্দিকী ও তোফায়েল আহমেদ দুটি করে উইকেট নেন।

বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৮০ রান তোলে। দলটির হয়ে আসাদুল্লাহ আল গালিব ৬৫ রান করেন। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা নাসির হোসেন ৮৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। আটটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। এছাড়া আরিফুল হক ৪৮ রান যোগ করেন।

জবাবে ১৭ বল থাকতে জয় তুলে নেয় ধানমন্ডি। সেঞ্চুরি মিস করেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। ধানমন্ডির ওপেনার আজমির ৩০ বলে ৪০ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার হাবিবুর রহমান ২৪ বলে ৩৩ রান যোগ করেন। তিনে নামা ফজলে রাব্বি ৪৭ রান করেন। অধিনায়ক সোহান ৯৫ বলে ৯৭ রানের ইনিংস খেলে আউট হন। তার ব্যাট থেকে নয়টি চার ও দুটি ছক্কা আসে। ৪০ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি আকর্ষণীয় হয়ে উঠেছিল। লিজেন্ডসরা শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ২৭৭ রান তোলে। তিনে ব্যাট করা সৌম্য সরকার ৭৯ বলে ৮০ রান করেন। তিনি আটটি চার ও দুটি ছক্কা মারেন। চারে নামা মাহমুদুল হাসান ৫৯ রান করেন। জাকের আলী খেলেন ৪৪ রানের ইনিংস।

জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৪৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে। শেষ ৮ বলে ১৮ রান দরকার ছিল তাদের। পেসার সুমন খান ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের আশাও দিচ্ছিলেন। কিন্তু রাজধানীতে ঝড় শুরু হলে ম্যাচের শেষ অংশ খেলানো সম্ভব হয়নি। বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে জয়ী ঘোষণা করা হয়। ব্রাদার্সের হয়ে ওপেনার মাহফিজুর ইসলাম ৭৬ রান করেন। আইস মোল্লা ৪৭ ও মাইসুকুর ৪৬ রান করেন। লিজেন্ডসদের পেসার শরিফুল ইসলাম ১০ ওভারে ৪০ রান দিয়ে ৬ উইকেট নেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র ন র ইন ব য ট কর র ন কর ন র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

স্ত্রী-ছেলেসহ তিন খুনের দায় স্বীকার, ১০ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার মো. ইয়াসিন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে। শনিবার বিকেলে তাকে তোলা হয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেলায়েত হোসেনের আদালতে। সেখানে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ময়লার স্তূপ খুঁড়ে ইয়াসিনের স্ত্রী লামিয়া আক্তার (২২), চার বছরের ছেলে আব্দুল্লাহ ওরফে রাফসান লাবিব ও লামিয়ার বড় বোন স্বপ্না আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই এলাকাবাসী ইয়াসিনকে (২৪) ধরে পুলিশে দেন। সে মিজমিজি দক্ষিণপাড়ার মো. দুলালের ছেলে। আগে ইয়াসিন ব্যাটারিচালিত রিকশা চালাত। পুলিশ জানিয়েছে, ছিঁচকে চোর ও মাদকাসক্ত হিসেবেও পরিচিত সে।
শুক্রবার রাতেই লামিয়ার মেজো বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে ইয়াসিন ছাড়াও তার বাবা মো. দুলাল (৫০) ও বোন মোসা. শিমুকে (২৭) আসামি করা হয়েছে। মুনমুন জানিয়েছেন, লামিয়া সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ৫ বছর আগে ইয়াসিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বড় বোন স্বপ্নাও লামিয়ার সঙ্গে পশ্চিমপাড়ার ভাড়া বাসায় থাকতেন। ৭ এপ্রিল দুপুরে ওই বাসায় বোনদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এর পর থেকে তাদের মুঠোফোনটি বন্ধ ছিল।

মামলায় মুনমুন উল্লেখ করেছেন, মাদকাসক্ত ইয়াসিন কোনো কাজ করত না। প্রায় সময় টাকার জন্য লামিয়াকে মারধর করত ও হত্যার হুমকি দিত।

মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার ইয়াসিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সম্পর্কিত নিবন্ধ