পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এদিকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

যুবদলের ওই নেতার নাম মো.

হুমায়ুন কবির। তিনি পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। হুমকি পাওয়া সাংবাদিক মো. সিদ্দিকুর রহমান বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি এম মিলন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় যুবদল নেতা হুমায়ুন কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে হুমকির ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে যুবদল নেতা হুমায়ুন কবিরকে সশরীর উপস্থিত হয়ে আগামী তিন দিনের মধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের সামনে মৌখিক ও লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বাউফল পৌরসভার পশ্চিম বাউফল নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের অনিয়মের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে যান বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ কয়েকজন সাংবাদিক। এতে ক্ষুব্ধ হয়ে যুবদল নেতা হুমায়ুন কবির মুঠোফোনে সিদ্দিকুরকে দেখে নেওয়ার হুমকি দেন। সাংবাদিক ও যুবদল নেতার মুঠোফোনে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, সাংবাদিক পরিচয় পাওয়ার পরও যুবদল নেতা হুমায়ুন কবির দেখে নেওয়ার হুমকি দেন। অনেক অসৌজন্যমূলক ও অশালীন আচরণ করেন। তিনি এ বিষয়ে তাঁর ইউনিটির সদস্যদের সঙ্গে জরুরি সভা করে রাতেই সাধারণ ডায়েরি করেছেন।

জানতে চাইলে হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, তাঁর মুঠোফোন থেকেই কথা হয়েছে। তবে তিনি হুমকি দেননি। তাঁর মুঠোফোন দিয়ে তাঁর বন্ধু সোহেল যিনি কাজের ঠিকাদার, তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ট র স য বদল ন ত য বদল র র রহম ন ঘটন য় ব উফল

এছাড়াও পড়ুন:

গোগনগরে খাল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর মসজিদ রোডে এলাকায় ড্রেনের মুখ অপসারণ ও খাল ভরাট করে সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পাঠান বাড়ির এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবর (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়ন পুরাতন গোগনগর মসজিদ রোডে  এলাকায় নির্মাণাধীন ড্রেনের মুখ নদী মুখি করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এখানে যে খাল দেখছেন সেটা অনেকপুরাতন।

এখাল দিয়ে নৌকা চলাচল করত। এখালের পানি সবসময় সচ্ছল থাকাতে আমাদের মা, বোনসহ স্ত্রী, সন্তানেরা এখালের পানি ব্যবহার করতেন। এখালের উপর একটি ব্রীজ ছিল। সেটাকে ভেঙ্গে জাকির চেয়ারম্যান ভরাট করে সড়ক নির্মাণে মরাখালে পরিণত হয়েছে। 

সবাই এ খালে এখন ময়লা ফেলাতে শুরু করছে এবং পানিও দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে। এছাড়া সামান্য বৃষ্টিতে সড়কের উপরে উঠে দুর্গন্ধযুক্ত পানি বাড়িতে প্রবেশ করে। ফলে চর্মরোগ সহ বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। অতিদ্রুত বন্ধ  এখালকে মুক্ত করার দাবী জানাই।

বক্তারা আরও বলেন, বর্তমানে যে ড্রেন নির্মাণের কাজ করছে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এ ড্রেন দিয়ে যেনো জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা জানতে পেরেছি ড্রেনের ময়লা পানি এ মরাাখালে দিকে মুখ দিয়েছে এতে করে   দুর্গন্ধে জনদুর্ভোগের সৃষ্টি হবে।

আমাদের দাবি যে ড্রেন নির্মান করা হচ্ছে সে ড্রেনের ময়লা পানি আগে নদীতে ফেলা হত এখনও যেন নদীতে ফালা হয়। তা না হলে পাঠান বাড়ির এলাকা দিয়ে আরেকটি ড্রেনের সংযোগ করে ময়লা পানি নদী মুখি করার দাবি করছি। 

এসময় সালাম পাঠান, চুন্নু পাঠান, আবুব্কর সিদ্দিক, রমজান আলী, মনু মিয়া মোহাম্মদ আলী, মোহর চাঁন, বিউটি বেগম, নূরনাহার বেগম সহ এলাকার সর্বস্তরের মহিলা -পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

এবিষয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ফিরোজ মেম্বার এর কাছে জানতে চাওয়া হলে তিনি যনান, আপনার বাড়িতে যেমন একজন মুরুব্বী রয়েছে তেমনই আমার মুরুব্বী আছে তার অনুমিত ছাড়া কিছু বলতে পারবনা। সম্পূর্ণ নিষেধ রয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’
  • রাষ্ট্রীয় খরচে কোনো অতিথিকে হজে পাঠানো হবে না: ধর্ম উপদেষ্টা
  • গোগনগরে খাল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
  • বাবা হত্যার বিচার দাবিতে রাস্তায় দুই শিশু
  • নেত্রকোনায় হেফাজত নেতার বাড়িঘরে হামলা ও মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • জমি নিজের দাবি করে বিদ্যালয়ের মাঠ দখল
  • বন্দরে রনি হত্যা মামলায় গ্রেপ্তারকৃতের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা
  • টাকা আত্মসাৎকারীকে জামিন দেওয়ায় গ্রাহকদের ক্ষোভ