২০২৩ সালের অক্টোবরে যখন গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিশ্চিত হলো, তখনই জানা গিয়েছিল নারী ও পুরুষ দুই বিভাগেই ৬টি করে দল থাকতে পারে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিশ্চিত করল টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেটে দুই বিভাগেই থাকবে ৬টি করে দল। কোন খেলায় কয়টি করে দল খেলবে, মোট ইভেন্টের সংখ্যা কত হবে, কতজন করে অ্যাথলেট থাকবেন—এসব বিষয়ও চূড়ান্ত করেছে আইওসি। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সকালে সংবাদ সম্মেলন করে এসব জানিয়েছে সংস্থাটি।  

অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই। ১৯০০ সালে প্যারিসে ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র দুটি দল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। দুই দল অংশ নিয়েছিল দুই দিনের এক ম্যাচে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আইওসি জানিয়েছে নারী-পুরুষ দুই বিভাগেই থাকবে ৬টি করে দল। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন।

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেট হয়েছিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রবীন্দ্রসরোবরের উন্মুক্ত চত্বরে প্রকৃতিকে সঙ্গে নিয়ে বর্ষবরণ

চ্যানেল আই-সুরের ধারা আয়োজিত ১৪৩২ বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় রাতের আঁধার কেটে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত চত্বরে যেন প্রকৃতিকে সঙ্গে নিয়েই শুরু হলো নতুন বছরকে স্বাগত জানানোর সূচনা। বেঙ্গল ফাউন্ডেশনের শিল্পীদের সরোদের সুর আর তবলার তালে বরণ করে নেওয়া হয় বঙ্গাব্দ ১৪৩২-কে।

যন্ত্রসংগীতের পরই সুরের ধারার খুদে শিল্পীদের কণ্ঠে আকাশে-বাতাসে ছড়িয়ে গেল ‘আলো আমার আলো ওগো’র সুর। ওরা গানে গানে জানিয়ে গেল, আলোর স্রোতে হাজার প্রজাপতির পাল তোলার কথা।

সুরে সুরে বর্ষবরণ

সম্পর্কিত নিবন্ধ