১২ এপ্রিল পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে যেসব চমক
Published: 10th, April 2025 GMT
চৈত্রের খরতাপে পুড়ছে চারদিক। গরম বাড়লেও সন্ধ্যার পর আকাশে দেখা যাচ্ছে নানা ধরনের মহাজাগতিক দৃশ্য। আর তাই সময় করে সন্ধ্যার আকাশে চোখ রাখলেই আকাশে নানা চমক দেখার সুযোগ মিলবে। ১২ এপ্রিল পর্যন্ত দেশের আকাশে যেসব চমক দেখা যাবে, সেগুলো জেনে নেওয়া যাক।
১০ এপ্রিলআজ বৃহস্পতিবার ঢাকার আকাশ থেকে এনজিসি ৫১২৮ গ্যালাক্সি দেখতে পাবেন সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট থেকে ভোররাত ৪টা ৩৭ মিনিট পর্যন্ত। এ ছাড়া সন্ধ্যার আকাশে মি৮১ ও এনজিসি ২৭২৬ গ্যালাক্সি দেখা যাবে। সন্ধ্যার আকাশে সবচেয়ে আলোকিত অবস্থায় দেখা যাবে ক্যানোপাস ও সিরিয়াস।
১১ এপ্রিলপশ্চিম আকাশে রাত আটটার পরে এম৮১, এনজিসি ৫১২৮, এম৮৩সহ বেশ কিছু গ্যালাক্সির উপস্থিতি থাকবে। পশ্চিম আকাশে বৃহস্পতি গ্রহ ও ইউরেনাস গ্রহের অবস্থা স্পষ্ট দেখা যাবে।
১২ এপ্রিলমধ্যরাতে এদিন আর্কটুরাস তারা করোনা বোরেয়ালিস তারকামণ্ডলে স্পষ্ট দেখা যাবে। ভোরের আকাশে চারটা থেকে শুক্র গ্রহ স্পষ্ট দেখা যাবে।
সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ ও স্কাই ম্যাপস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ততক্ষণে আমি বুঝতে পেরেছি, জিম্মি জমে গেছে
ছবি : প্রথম আলো