পানির নিচে থাকা ‘পিরামিড’ ঘিরে রহস্য
Published: 10th, April 2025 GMT
জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৮২ ফুট নিচে রয়েছে ইয়োনাগুনি মনুমেন্ট। ১৯৮৬ সালে আবিষ্কার হওয়া প্রায় ৯০ ফুট উঁচু বিশাল কাঠামোটিতে ধারালো কোণযুক্ত বিভিন্ন ধাপ রয়েছে। পিরামিডের আদলে বড় বড় পাথর দিয়ে তৈরি হওয়ায় ইয়োনাগুনি মনুমেন্ট ঘিরে দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে গবেষকদের। সম্পূর্ণরূপে পাথর দিয়ে তৈরি স্থাপনাটি মানুষের তৈরি বলে মনে করেন অনেকেই।
গবেষকদের তথ্যমতে, পাথর পরীক্ষা করে ইয়োনাগুনি মনুমেন্ট ১০ হাজার বছরের বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। এ ধারণা সত্যি হলে মিসরের পিরামিডের চেয়েও কয়েক হাজার বছর আগে তৈরি হয়েছে ইয়োনাগুনি মনুমেন্ট। এটি যদি আসলেই কোনো মানবসভ্যতার অংশ হয়, তাহলে মিসরীয় পিরামিড, স্টোনহেঞ্জসহ প্রাচীন কাঠামোর ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের।
একদল গবেষকের ধারণা, পিরামিডের মতো আকারে বড় কাঠামো নির্মাণের ক্ষমতা প্রাচীন মানুষের ছিল। কৃষিকাজ বিকাশের সঙ্গে সঙ্গে এমন কাঠামো তৈরির ক্ষমতা মানুষের বিকশিত হয়েছিল। কোনো উন্নত সভ্যতা হয়তো এমন বিশাল ধাপযুক্ত পিরামিড নির্মাণ করেছিল।
আরেক দল গবেষক মনে করছেন, ইয়োনাগুনি মনুমেন্ট আসলে একটি প্রাকৃতিক শিলার গঠন। ইয়োনাগুনি মনুমেন্ট প্রাকৃতিকভাবেই পিরামিডের মতো। সম্প্রতি ইউটিউবার জো রোগানের এক্সপেরিয়েন্স পডকাস্টে এই পিরামিড নিয়ে আলোচনা করা হয়। পডকাস্টে প্রত্নতত্ত্ববিদ ফ্লিন্ট ডিবল বলেন, আমি অনেক অদ্ভুত প্রাকৃতিক জিনিস দেখেছি। এখানে আসলে এমন কিছুই দেখা যাচ্ছে না, যা দেখে মনে হবে এটি কোনো মানুষের তৈরি। তবে হারানো সভ্যতাবিষয়ক বইয়ের লেখক গ্রাহাম হ্যানকক বলেন, ‘আমার কাছে অন্য কিছু মনে হয়। পানির নিচ থেকে তোলা ছবিতে দেখা যায়, সেই কাঠামোতে স্পষ্টভাবে মানুষের তৈরি সিঁড়ির ধাপ, বারান্দা ও খোদাই করা পাথরের মুখ রয়েছে।’
সূত্র: ডেইলি মেইল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন ম ন ট
এছাড়াও পড়ুন:
সিলেটে আওয়ামী লীগ নেতা কয়েস গ্রেপ্তার
সিলেটে আলোচিত আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
তিনি গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের নিমার আলীর ছেলে। বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বাস করেন।
পুলিশ জানায়, মিসবাউল ইসলাম কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে সাতটি মামলা আছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে ৬টি, দক্ষিণ সুরমা থানায় একটি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও তাঁর স্ত্রী সেলিনা মোমেনের প্রভাব খাটিয়ে টিলা কাটা, জমি দখলসহ নানা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার কয়েসের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।