যে দুটি বাক্য আল্লাহর কাছে প্রিয়
Published: 10th, April 2025 GMT
আল্লাহর প্রিয় দুটি বাক্যের কথা বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারি শরিফে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা (রা.)। তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘দুটি বাক্য দয়াময়ের কাছে খুবই প্রিয়। তা জিহ্বায় (উচ্চারণ করা) হালকা হলেও (পরকালের) মিজান পাল্লায় তা ভারী হবে। দুটি বাক্য হলো, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’ অর্থাৎ, আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ পবিত্র।’ (বুখারি, হাদিস: ৬,৪০৬)
এই দুটি বাক্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে: এক.
তা ছাড়া, হাদিসে উল্লিখিত বাক্য দুটিতে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা বলা হয়েছে, যা আল্লাহর জিকির বা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করার অন্তর্ভুক্ত। কোরআনে আছে, ‘আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়।’ (সুরা রাদ, আয়াত: ২৮)
আরও পড়ুনবিসমিল্লাহ এর ফজিলত০৩ ফেব্রুয়ারি ২০২৫কিয়ামতের দিন মানুষের আমল বা কর্ম পরিমাপ করা হবে। কারওটা ভারী হবে, যদি আমল ভালো হয় এবং কারওটা হবে হালকা, যদি আমল মন্দ হয়। তবে বিশ্বাসীদের এমন কিছু আমল আছে, যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে। তার মধ্যে ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম’ বাক্য দুটি অন্যতম।
কোরআনে আছে, ‘আর কিয়ামতের দিন আমি ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারও ওপর কোনো অবিচার করা হবে না। আর যদি তিল পরিমাণ ওজনেরও কাজ হয়, তবু আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণ করতে হিসেবে আমিই যথেষ্ট।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৪৭)
অন্য হাদিসে আল্লাহর প্রশংসাসূচক বাক্য উচ্চারণের অসামান্য সব ফজিলতের কথা বলা হয়েছে। আবু মালিক আল-আশয়ারি (রা.) থেকে একটি হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সবকিছু পূর্ণ করবে।’ (মুসলিম, হাদিস: ২২৩)
আরও পড়ুনহাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ার ফজিলত১৬ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ল হ
এছাড়াও পড়ুন:
উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকা-পাবনা মহাসড়কে শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক পাবনা সদরের হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মনছুরুল আলম (৪৩) এবং জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)।
গুরুতর আহত হন- সুমন দাস নামে অপর এক মাইক্রোবাস যাত্রী। আহত সুমনকে স্থানীয়দের সহায়তায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর বলেন, বাঘাবাড়ি থেকে বগুড়াগামী সিমেন্টবোঝাই ট্রাকটির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। চালক-হেলপার পালিয়েছে। দুপুরে লাশ দুটি নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।