৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির মধ্য রুটিন প্রকাশ, ৮ মে শুরু
Published: 10th, April 2025 GMT
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো, পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মাঝেই এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) আগামী ৮ মে থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে হবে এ পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার রুটিন প্রকাশ করে পিএসসি।
৮ মে ২০২৫, বৃহস্পতিবার বাংলা (০০১) (‘কারিগরি/পেশাগত’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)
১২ মে ২০২৫, সোমবার, বাংলা (০০২) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ইংরেজি (০০৩) (সব প্রার্থীর জন্য)
১৪ মে ২০২৫, বুধবার, বাংলাদেশ বিষয়াবলি (০০৫) (সব প্রার্থীর জন্য)
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) (সব প্রার্থীর জন্য )
১৮ মে ২০২৫, রোববার, গাণিতিক যুক্তি (০০৮) (সব প্রার্থীর জন্য) এবং মানসিক দক্ষতা (০০৯) (সব প্রার্থীর জন্য)
আরও পড়ুনযেসব নিরাপত্তাঝুঁকিতে আছে পিএসসি, কী বলছেন চেয়ারম্যান৬ ঘণ্টা আগে১৯ মে ২০২৫, সোমবার, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য) পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার রুটিন দেখুন এখানে
আরও পড়ুনপিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত৫৫ মিনিট আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র প শ গত প এসস
এছাড়াও পড়ুন:
বিকল্প ব্যবস্থায় বাংলাদেশিদের ভিসা দেবে রোমানিয়া
বিকল্প ব্যবস্থাপনায় বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে ঢাকার প্রস্তাব গ্রহণ করেছে রোমানিয়া। বর্তমানে ভারতে অবস্থিত রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া হয়।
শনিবার (১২ এপ্রিল) তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাবে রাজি হন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরেজেয়ানু।
শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন সহজ করতে অভিবাসন ও মানুষের চলাচল সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা অনুসন্ধানের প্রস্তাব করেন এবং বাংলাদেশ এ প্রস্তাবে একমত পোষণ করে।
উভয় পক্ষ কৃষি, গাড়ি, রেলশিল্প এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশকে সমর্থন করার ক্ষেত্রেও দেশটি সম্মত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতার ওপর একটি বিশেষ আলোচনা হয়েছে।
বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় তিন দিনব্যাপী ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করেছে।
বিশ্ব নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়িক বিশেষজ্ঞদের পাশাপাশি গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন এই ফোরামে। ২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধি, পাশাপাশি শিক্ষার্থীসহ ৪ হাজার জনেরও বেশি অতিথি ফোরামে অংশগ্রহণ করেছেন।
ঢাকা/হাসান/ইভা