বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিপত্রসহ চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিদেশে পলাতকদের এই আসামিদের বিচারের আওতায় আনতে আজ বৃহস্পতিবার এসব নথিপত্র পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে আজ দুপুরে এক মতবিনিময়কালে এই তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মতবিনিময় সভাটি আয়োজন করে চিফ প্রসিকিউটর কার্যালয়। মতবিনিময়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘একটু আগে এটা (নথিপত্রসহ চিঠি) আমরা পাঠিয়েছি।’

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে যাঁদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আজ চিঠি দেওয়া হয়েছে, তাঁরা হলেন—সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.

) তারিক আহমেদ সিদ্দিক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির প্রক্রিয়া তুলে ধরে তাজুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন যে, প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের (আদালত) আদেশ এবং আমাদের চিঠিসহ মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) কাছে যায়। এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে (অধীনে), অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) অফিসে আলাদা একটা সেকশন আছে। সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়।...এই ১০ জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সব ডকুমেন্টস তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের অফিসে পাঠিয়েছি। তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন।’

আরও পড়ুনশেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে: আসিফ নজরুল১০ নভেম্বর ২০২৪আরও পড়ুনশেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ১২ নভেম্বর ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত মন ত র র জন য

এছাড়াও পড়ুন:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যভান্ডার সংরক্ষণে সার্ভার স্টেশন উদ্বোধন

প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যভান্ডার সংরক্ষণ, অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ এবং অধিদপ্তরের সংরক্ষিত তথ্যের নিরাপত্তার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই সার্ভার স্টেশনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামের আধুনিকায়নের কাজ উদ্বোধন করেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা এবং অডিটরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

আরও পড়ুনস্নাতক ও ডিগ্রির শিক্ষার্থীরা পাবেন উপবৃত্তি, মিলবে ১০,০০০৫ ঘণ্টা আগে

উপদেষ্টা পরে আধুনিকায়নকৃত অডিটরিয়ামে ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য দেন। সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে ১৫১ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-১২ (টাকা ১১,৩০০-২৭,৩০০/)–তে বেতন পাবেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুনকুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ ০২ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ