আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
Published: 10th, April 2025 GMT
আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে নিয়োগ দেওয়া প্রশাসককে পর্ষদ ও ব্যবস্থাপনার পরিচালকের ক্ষমতা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনাগত ও পরিচালনা পর্ষদের দুর্বলতার কারণে বিপুল মূলধন ও প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে। বিপুল অঙ্কের শ্রেণিকৃত বিনিয়োগ, বড় অঙ্কের পুঞ্জিভূত লোকসান, ব্যবস্থাপনায় চরম অস্থিরতা ও প্রবল তারল্য সঙ্কট তৈরি হয়েছে। ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা বিঘ্ন করার মাধ্যমে আমানতকারীদের স্বার্থের পরিপন্থি কাজে পর্ষদ সম্পৃক্ত থাকায় জনস্বার্থে বিদ্যমান পর্ষদ বাতিল করা হলো।
অপর এক আদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো.
আইসিবি ইসলামিক ব্যাংক ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক নামে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ২০০৪ সালে ওরিয়ন গ্রুপ মালিকানায় এসে এর নাম দেয় ওরিয়েন্টাল ব্যাংক। ওই সময় ব্যাংকটিতে বড় ধরনের অনিয়ম ঘটায় বাংলাদেশ ব্যাংক ২০০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক পুনর্গঠন করে আইসিবি ইসলামী ব্যাংক নামকরণ করা হয়।
ঢাকা/এনএফ /ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম আইস ব
এছাড়াও পড়ুন:
মানুষ ভাবতেন আমি কেবল চুমু খেতে পারি, অভিনয় নয়: ইমরান হাশমি
অনুরাগ বসু নির্মিত বহুল আলোচিত বলিউড সিনেমা ‘মার্ডার’। মহেশ ভাট প্রযোজিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমি। সিনেমাটিতে তাদের রোমান্স, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে হইচই পড়ে গিয়েছিল। মূলত, এরপরই বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান ইমরান হাশমি।
ইমরান হাশমির সঙ্গে ‘সিরিয়াল কিসার’ তকমা এমনভাবে লেগে গিয়েছিল যে মানুষ ভাবতেন, ইমরান হাশমি কেবল চুমুই খেতে পারেন, অভিনয় নয়। রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন ইমরান হাশমি।
ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে থাকার সময়ের কথা বর্ণনা করতে গিয়ে ইমরান হাশমি বলেন, “২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছি। যেমন— ‘জান্নাত টু’, ‘রাজ টু’, ‘রাজ থ্রি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘মার্ডার টু’। এরপর আমি চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পাই।”
আরো পড়ুন:
শ্রীলীলার প্রেমে মজেছেন কার্তিক
সালমানের যত ফ্লপ-ব্লকবাস্টার সিনেমা
সমালোচকদের প্রশংসাসূচক উক্তি উল্লেখ করে ইমরান হাশমি বলেন, “মানুষ ভেবেছিলেন, ইমরান হাশমি পর্দায় শুধু চুমু খেতে পারেন। কিন্তু আসলে সে অভিনয়ও করতে পারেন।’ ‘সাংহাই’ সিনেমা মুক্তির পর আমি সমালোচকদের প্রশংসা পেয়েছি। আমি আমার সেরাটা পেয়েছি। সেই সময়ে আমার ক্যারিয়ার সাফল্যের শীর্ষে ছিল। অভিজ্ঞতা সবসময়ই ভালো; ক্যারিয়ারজুড়ে আমার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে।”
ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা ২০২৩ সালের ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে আইএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
বর্তমানে ইমরান হাশমির হাতে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ রয়েছে। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনার ঘরানার এই সিনেমা। তা ছাড়াও তেলেগু ভাষার ‘জি-টু’, ‘গ্রাউন্ড জিরো’, ‘আওয়ারাপান টু’ সিনেমার কাজও ইমরান হাশমির হাতে রয়েছে।
ঢাকা/শান্ত