১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে: ৬টি করে দল পুরুষ ও নারী বিভাগে
Published: 10th, April 2025 GMT
২০২৮ সালের ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে’ পুরুষ ও নারী উভয় বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে অংশ নেবে ছয়টি করে দল। অলিম্পিকে নতুন যে পাঁচটি খেলার সংযোজন হয়েছে, তার মধ্যে ক্রিকেট অন্যতম। প্রতিটি দল ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে অংশ নেবে। অলিম্পিক কমিটির প্রকাশিত অফিসিয়াল সূচি অনুযায়ী, পুরুষ ও নারী উভয় বিভাগের জন্যই বরাদ্দ থাকবে ৯০ জন করে খেলোয়াড়ের কোটা। তবে এখনো ঠিক হয়নি কোন নিয়মে দলগুলো অলিম্পিকে জায়গা পাবে কিংবা বাছাই প্রক্রিয়া কেমন হবে।
যেহেতু যুক্তরাষ্ট্র এবারের আয়োজক দেশ, তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে বাকি দলগুলোর জন্য সুযোগ কমে যাবে। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কারা খেলবে সেটিও এখনো স্পষ্ট নয়। কারণ, অলিম্পিকে ক্যারিবীয় দ্বীপগুলো আলাদা আলাদা দেশ হিসেবে অংশ নেয়। যেমনটা তারা কমনওয়েলথ গেমসেও করে। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারী টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিল বার্বাডোস। তারা ছিল তখনকার আঞ্চলিক টুর্নামেন্ট ‘টোয়েন্টি-টোয়েন্টি ব্লেজ’-এর চ্যাম্পিয়ন।
ক্রিকেটের অলিম্পিকে ফেরা হলো বহু বছর পর। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট ছিল। এরপর দীর্ঘদিন বাদে ২০২৩ সালের অক্টোবর মাসে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে আবার অন্তর্ভুক্ত করা হয়।
আরো পড়ুন:
টানা চার জয়ে শীর্ষে গুজরাট
অফফর্মে থাকা ম্যাক্সওয়েল এবার শাস্তির মুখে
আগেই জানা গিয়েছিল, ‘এলএ অলিম্পিকে’ দলগত খেলাগুলোতে ছয়টি করে দল খেলবে — পুরুষ ও নারী উভয় বিভাগেই। এবার সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের প্রস্তাবে বলেছিল, নির্ধারিত একটি সময় পর্যন্ত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল বাছাই করা যেতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই তা চূড়ান্ত হবে।
যুক্তরাষ্ট্রের মতো দল, যারা এখনো আইসিসির পূর্ণ সদস্য নয়, তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের অক্টোবরে আইওসি’র ক্রীড়া পরিচালক কিট ম্যাককনেল বলেছিলেন, ‘‘সাধারণত আয়োজক দেশগুলো দলগত খেলায় একটি দল দেয়। এরপর বাকি দলগুলো নির্ধারিত হয় বিশ্ব শক্তি ও আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্য বিবেচনায়। কোটা অনুযায়ী এ ভারসাম্য বজায় রাখাই আমাদের লক্ষ্য।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যুর অভিযোগ
বরিশালে প্রেমিকা শান্তার ছুরির আঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। শনিবার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
মাসুদের ভাই মাহফুজুর রহমানের দাবি, ব্যবসার দুই লাখ টাকা নিতেই তাকে ছুরিকাঘাত করেছে শান্তা।
ওসি মিজান বলেন, “বুধবার রাতে নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি বাসায় মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এরপর অভিযুক্ত প্রেমিকা শান্তাকে আটক করা হয়েছিল। তখন মাসুদ দুর্ঘটনায় জখম হয়েছে বলে জানালে অভিযুক্ত শান্তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছিলেন মাসুদ।”
নিহত মাসুদুর রহমান (৪৫) বরিশাল নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ঐ এলাকায় বেকারির ব্যবসা করতেন। অভিযুক্ত শান্তা নগরীর কলেজ এভিনিউ এলাকার শওকত মোল্লার মেয়ে।
মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে মাসুদ শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বুধবার বেকারির মালামাল আনার জন্য দুই লক্ষ টাকা নিয়ে রওনা হয় মাসুদ। তখন শান্তা ফোন করে মাসুদকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ঐ টাকা নেওয়ার জন্য জোরাজুরি করলে মাসুদ টাকা দিতে অস্বীকৃতি জানায়। এসময় শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে।
মাহফুজুর রহমান বলেন, “ঘটনার পর স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”
কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, “মাসুদের সঙ্গে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদ বিষয়টি চেপে যেতে চেয়েছিলেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা বিষয় নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।”
ঢাকা/পলাশ/এস