মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। আগে ব্যাট করে অধিনায়ক জ্যোতির সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান। জিততে হলে এই রানের মধ্যেই থামাতে হবে থাইল্যান্ডকে।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিম। এরপর শারমিনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা। দলীয় ১১৯ রানে ফারজানার বিদায়ে ভাঙে এই জুটি। ৮২ বলে ৪ বাউন্ডারিতে ৫৩ রান তোলেন ফারজানা। এরপর জ্যোতির সঙ্গে ১৫২ রানের বড় জুটি গড়েন শারমিন। যেখানে জ্যোতি সেঞ্চুরি পেলেও ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন। ৮০ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় জ্যোতি ফেরেন ১০১ রান করে। তার বিদায়ে বাংলাদেশ থামে ২৭১ রানে। থাইল্যান্ডের হয়ে মায়া, পুত্তাংয়ু ও  কামছম্পু নেন একটি করে উইকেট।

থাইল্যান্ডকে পেয়ে জয় ছাড়া কিছু ভাবতে রাজি নয় বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথমবার থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে সাতবার, যেখানে প্রতিবারই জয় পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করতে চায় নিগার-ফারজানারা।

বাংলাদেশ একাদশ: ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাভারে দিনদুপুরে আবার চলন্ত বাসে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাই

ঢাকার অদূরে সাভারে দিনদুপুরে যাত্রীবাহী চলন্ত বাসে চালককে জিম্মি করে আবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার ছিনতাইকারীরা নারীদের টার্গেট করে বাসে স্বর্ণালংকার ছিনতাইয়ের পর বাস থেকে নেমে যায়।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় একটি সেতুর ওপর ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে সাভার পরিবহন লিমিটেডের যাত্রীবাহী একটি বাসে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তিন নারীর স্বর্ণালংকার ছিনতাই করেন।

বাসের কয়েকজন যাত্রী জানান, আজ সকালে গাজীপুরের চন্দ্রা থেকে ‘সাভার পরিবহন লিমিটেড’ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টার দিকে বাসটি সাভারের পুলিশ টাউন এলাকার সেতুর ওপর পৌঁছালে বাসে যাত্রীবেশে থাকা তিন থেকে চারজন ছিনতাইকারী ধারালো ছুরি বের করে চালককে বাস থামাতে বাধ্য করেন। এরপর নারী যাত্রীদের কাছ থেকে ছিনতাই শুরু করেন। তাঁরা তিনজন নারী যাত্রীর সোনার চেইনসহ অন্যান্য অলংকার লুট করে দ্রুত বাস থেকে নেমে যান।

ব্যাংক টাউন এলাকার বাসিন্দা তায়েফুর রহমান প্রথম আলোকে বলেন, যাত্রীবেশে ২০ থেকে ২৫ বছর বয়সী ৩ থেকে ৪ জন ছিনতাইকারী ছিলেন। তাঁরা সম্ভবত ব্যাংক টাউন বাসস্ট্যান্ড (ঘটনাস্থলের অদূরে) থেকে বাসে উঠেছিলেন। বাসটি পুলিশ টাউন সেতুর ওপরে পৌঁছালে তাঁরা চালককে বাস থামাতে বাধ্য করেন। ছিনতাইকারীরা ছুরি বের করে বাসের নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাই করে দ্রুত বাস থেকে নেমে যান। তাঁরা অন্য কারও কাছ থেকে মুঠোফোন বা অন্য কিছু নেননি। বাসে ২০ থেকে ২৫ জনের মতো যাত্রী ছিলেন।

আরও পড়ুনসাভারে দিনের বেলায় যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাই০৫ এপ্রিল ২০২৫

তিনি বলেন, ছিনতাইকারীরা তাঁর স্ত্রীর গলায় থাকা একটি সোনার চেইনও ছিনিয়ে নিয়েছেন। পরে চালক বাসটি চালিয়ে গাবতলী পৌঁছালে যাত্রীরা চালককে মারধর করে একটি কাউন্টারে আটকে রাখেন।

দুপুর সাড়ে ১২টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা প্রথম আলোকে বলেন, ‘বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুনসাভারে ঢাকা–আরিচা মহাসড়কে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি০২ মার্চ ২০২৫

এর আগে গত ২ মার্চ দুপুরে দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। এরপর ৪ এপ্রিল একই এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সম্প্রতি সাভারের মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইপ্রবণ এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ। ৫ এপ্রিল থেকে পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে আজ পুলিশ টাউন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটল।

আরও পড়ুনঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তামূলক কার্যক্রম০১ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রাষ্ট্রদূতের প্রতারণার শিকার মেঘনা
  • প্যালেসকে ধসিয়ে লিগে সেরা চারে ম্যানসিটি 
  • বেঞ্চে বসে থাকতে থাকতেই শেষ হয়ে গেল ফিলিপসের আইপিএল
  • বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যুর অভিযোগ
  • চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম
  • গরমে চুল ঝরা কমাতে উপকারী ঘরোয়া ৩ মাস্ক
  • পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ২৮ বস্তা টাকা, চলছে গণনা
  • স্ত্রীর অন্যত্র প্রেমের সম্পর্কের জেরে তালাক, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী
  • স্ত্রীর প্রেমের সম্পর্কের জেরে তালাক, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী
  • সাভারে দিনদুপুরে আবার চলন্ত বাসে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাই