৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আগারগাঁওয়ে চাকরিপ্রার্থীদের অবস্থান
Published: 10th, April 2025 GMT
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা সেখানে অবস্থান নেন।
একজন চাকরিপ্রার্থী বলেন, ‘পিএসসির চেয়ারম্যান স্যার পরীক্ষা পেছানোর জন্য তিন দিন সময় চেয়েছিলেন। আজ দুদিন পার হলো। আগামীকাল শুক্রবার। তাই আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।’
এ ব্যাপারে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, তাঁরা চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো বিচার বিশ্লেষণ করছেন। তাঁদের কথা শুনবেন বলে তিনি জানান।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, দুপুর থেকে একদল লোক নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা সেখানে বক্তব্য দিচ্ছেন। তাঁরা আজ পিএসসি ঘেরাও করেনি।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কাছেই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়।
গত মঙ্গলবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসি চেয়ারম্যান।
আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, পিএসসি ঘেরাও০৮ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ কর প র র থ অবস থ ন ন প এসস
এছাড়াও পড়ুন:
পিএসসিতে গিয়ে দাবি পেশ করলেন এনসিপি নেতারা
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যক্রমে গতিশীলতা ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার পিএসসিতে এসে চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের সঙ্গে দেখা করে এসব দাবি করে দলটি।
দলটি জানায়, ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রাথমিক ভিত্তি ছিল বিসিএসসহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কোটাব্যবস্থা, নানা অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ। আমরা বিশ্বাস করি, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে বিসিএসসহ সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিশেষ করে পিএসসি একটি পরীক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হবে। গণ–অভ্যুত্থান–পরবর্তী সময়ে পিএসসির নেওয়া ইতিবাচক পদক্ষেপ ও আন্তরিকতাকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।
এনসিপি থেকে দেওয়া দাবির মধ্যে আছে পিএসসিতে স্বচ্ছতা ও গতিশীলতা আনা, প্রিলিমিনারি পরীক্ষার নম্বরসহ ফলাফল, কাট মার্কস ও সঠিক উত্তর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা। লিখিত পরীক্ষার ফলাফল নম্বরসহ ওয়েবসাইটে ভাইভার আগেই প্রকাশ ও লিখিত ফলাফল ঘোষণার পর ভাইভার আগে ক্যাডার চয়েজ রদবদল করার সুযোগ দেওয়া।
এ ছাড়া ১০০ নম্বরের ভাইভা ৪৫তম বিসিএস থেকেই কার্যকর করা। নিয়োগে স্বচ্ছতা রক্ষার স্বার্থে চূড়ান্ত ফলাফলের সঙ্গে ভাইভার নম্বরও প্রকাশ করা। ৩৮তম পর্যন্ত বিসিএস পরীক্ষার ন্যায় নন-ক্যাডার ব্যবস্থা পুনর্বহাল করা। ভাইভাতে উত্তীর্ণদের থেকে নন-ক্যাডারে সর্বোচ্চ নিয়োগ দেওয়া ও এক বছরের মধ্যে একটি বিসিএসের সব কার্যক্রম সম্পন্ন করা এবং সার্কুলারে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করার দাবি জানায় এনসিপি।
আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১৪ ঘণ্টা আগেবিসিএস পরীক্ষার্থীদের পক্ষে এনসিপির দাবিগুলো হচ্ছে:৪৪তম বিসিএস
জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৪৪তম বিসিএসের ভাইভা সম্পন্ন করে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে।
৪৫তম বিসিএস
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জুনের ৩০ তারিখের মধ্যে ঘোষণা করতে হবে। ২০২৫ সালের মধ্যেই ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে।
৪৬তম বিসিএস
জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করতে হবে। এ সময়ের মধ্যে সম্ভব না হলে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা শুরু করতে হবে।
৪৭তম বিসিএস
৪৬তম লিখিত পরীক্ষা সম্পন্নের পর এক মাসের মধ্যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে।
যা বললেন এনসিপি নেতারা
পিএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করা শেষে এনসিপির সদস্যরা সাংবাদিকদের বলেন, ‘আমরা পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমাদের দাবিগুলো তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।’ সরকারি কর্ম কমিশন পরীক্ষার্থীদের আবেদনের আইডি শনাক্ত করে দেখেছে যে প্রায় ২ হাজার ৩০০ জন প্রার্থীর ৪৪তম বিসিএসের ভাইভা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা মে-জুন মাসে পড়েছে। এসব প্রার্থীর এখন ভাইভা দিতে হবে। তাঁদের মে মাসে শুধু ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা দিতে হবে। তাঁদের ভাইভা ১৬ জুনের পর পর্যায়ক্রমে নেওয়া হবে।’ পিএসসিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।
আরও পড়ুননাটোর সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে চাকরি, পদ ৯৮৯ ঘণ্টা আগে