ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৯৭২ জন
Published: 10th, April 2025 GMT
সারাদেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। রুটিন অনুযায়ী তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী ১৩মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে।
প্রশ্নপত্র ফাঁস ও নিরাপত্তার লক্ষ্যে সরকার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ময়মনসিংহের স্কুলগুলোতে সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও ৮টা থেকে কেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের। ৯টার দিকে গেট খুলে দিলে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর ১৫৬ পরীক্ষা কেন্দ্রে মোট ১ লাখ ৬ হাজার ৯৭২ জন এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মাঝে বিজ্ঞান শাখায় ৪৪ হাজার ৪৫৩ জন, মানবিক শাখায় ৫৭ হাজার ৭৫ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৪৪৪ জন। এদের মাঝে ছাত্র সংখ্যা ৫৪ হাজার ৪৬৫ ও ছাত্রী সংখ্যা ৫২ হাজার ৫০৭ জন। গত বছর এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ৩৪৪ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপির দুই পক্ষের সংর্ঘষ, আহত ৫
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পাঁচ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন (৪৮), তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম. রহমান সফল (২৭), স্থানীয় ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নীল (২৫) এবং প্রতিপক্ষের কবীর হোসেনসহ (৫০) অজ্ঞাত আরও একজন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আসাদুজ্জামান সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাচ্চু জানান, বিএনপি থেকে বহিষ্কৃত কবিরের নেতৃত্বে একটি চক্র এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন তাদের এসব কাজে বাঁধা দেওয়ায় এই হামলা চালানো হয়। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি জানান তিনি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট হয়েছে। এতে এক পক্ষের সুজন নামের একজন এবং অপর পক্ষের কবির নামের একজনসহ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মিলন/এস