লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নিজেদের ঘরের মাঠে লস অ্যাঞ্জেলেস এফসিকে (এলএএফসি) ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবটি।
প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে চাপে পড়েছিল মায়ামি। তাই ফিরতি লেগে জয়ের কোনো বিকল্প ছিল না। তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি মায়ামির জন্য। মাত্র ৯ মিনিটেই গোল হজম করে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা।
তবে ম্যাচে মায়ামিকে ফেরান সেই চিরচেনা মেসি। ৩৫ মিনিটে ডি-বক্সে ঢুকে বাম পায়ের নিখুঁত শটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে গোল করেন নোয়াহ অ্যালেন। যদিও বল জালে জড়ায় প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে।
আরো পড়ুন:
গোল করেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি
মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি
দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন দাঁড়ায় ২-২। অ্যাওয়ে গোল নিয়মে তখনও এগিয়ে ছিল লস অ্যাঞ্জেলেস এফসি। কিন্তু মেসির দলের হাল ছাড়েননি। ৮৪ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার মার্লনের ভুলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি।
তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি এবং নিশ্চিত করে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল।
সেমিফাইনালে ইন্টার মায়ামি খেলবে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে। প্রথম লেগ হতে পারে ২২, ২৩ অথবা ২৪ এপ্রিল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল স ম ফ ইন ল ব যবধ ন
এছাড়াও পড়ুন:
কবে আসবে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’
আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। দুই বছর পর নতুন সিজনের আভাস দিলেন পরিচালক।
নিজের ফেসবুক পোস্টে যেমন দিয়েছেন, তেমনি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’–এও ইঙ্গিত দিয়েছেন। পরিচালক বলেন, ‘“ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ কবে আসবে—এমন প্রশ্ন অনেক দিন ধরে শুনে আসছি। দর্শকদের আর অপেক্ষা করাতে চাইছি না। শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ পরিচালক কাজল আরেফিনের এই নাটকে পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো নিয়ে ফেসবুকে প্রায়ই আলোচনা হয়।
ঈদে মুক্তি পাওয়া পরিচালকের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’–এর শেষ দৃশ্যে হাজির হন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পাত্র–পাত্রীরা। সিনেমার শেষে অপূর্ব ও ফারিণের সঙ্গে বিশেষ এক উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন তাঁরা।
আরও পড়ুন‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা এবার সমাজের মানুষের দম্ভ দেখানোর গল্প বলবেন০৩ জানুয়ারি ২০২৪তখন থেকেই আলোচিত সিরিজটির নতুন মৌসুমের গুঞ্জন জোরালো হয়। এমনকি ‘হাউ সুইট’–এর গান ও ট্রেলারের নিচে মন্তব্যের ঘরে অনেক দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন মৌসুমের কথা জানতে জান। পরিচালকের কথায় এবার মিলল নতুন মৌসুমের আনুষ্ঠানিক খবর।