থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং, মোরাগ করিডোর, ‘অন্নপূর্ণা-১’ পর্বতজয়ী কে
Published: 10th, April 2025 GMT
১. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) গঠিত হয়—
ক. ২০০২ সালে
খ. ২০০৮ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০১৬ সালে
উত্তর: ঘ. ২০১৬ সালে
২. মিয়ানমারে জান্তাবিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ নয় কোন সশস্ত্র দল?
ক. আরাকান আর্মি
খ. শান স্টেট আর্মি (এসএসএ)
গ. মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)
ঘ.
উত্তর: খ. শান স্টেট আর্মি (এসএসএ)
৩. ২০২৫ সালে বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার তালিকায় বাংলাদেশের অবস্থান—
ক. ১৮২তম
খ. ১৮৫তম
গ. ১৮১তম
ঘ. ১৭৯তম
উত্তর: গ. ১৮১তম
৪. কয়টি মানদণ্ডের ওপর ভিত্তি করে বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার তালিকা তৈরি করা হয়?
ক. ৩টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তর: খ. ৫টি (পাঁচটি মানদণ্ড—ভিসামুক্ত ভ্রমণ, করব্যবস্থা, বৈশ্বিক ধারণা, দ্বৈত নাগরিকত্বের সক্ষমতা ও ব্যক্তিস্বাধীনতা)
৫. বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস—
ক. রকেট
খ. বিকাশ
গ. নগদ
ঘ. শিওরক্যাশ
উত্তর: ক. রকেট
৬. আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ প্রত্যাহারকারী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ—
ক. হাঙ্গেরি
খ. বুলগেরিয়া
গ. ইতালি
ঘ. স্লোভেনিয়া
উত্তর: ক. হাঙ্গেরি
৭. এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত?
ক. ২০২৭ সাল
খ. ২০২৮ সাল
গ. ২০২৯ সাল
ঘ. ২০৩০ সাল
উত্তর: খ. ২০২৮ সাল
৮. টিয়াস বিমানঘাঁটি (টি৪) কোন দেশে অবস্থিত?
ক. ইসরায়েল
খ. ইয়েমেন
গ. ইরান
ঘ. সিরিয়া
উত্তর: ঘ. সিরিয়া
৯. বাংলাদেশে আশ্রিত কতজন রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ?
ক. ৭০ হাজার
খ. ১ লাখ ৫০ হাজার
গ. ১ লাখ ৮০ হাজার
ঘ. ২ লাখ ১০ হাজার
উত্তর: গ. ১ লাখ ৮০ হাজার
১০. উচ্চ ফলনশীল ধানের জাত ‘হরি ধান’–এর উদ্ভাবক—
ক. হরিপদ কাপালী
খ. হরিদাস
গ. শ্যামদাস মুখার্জি
ঘ. শিবচরণ দাস
উত্তর: ক. হরিপদ কাপালী
১১. প্রতিবছর আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস পালিত হয়—
ক. ৩০ ফেব্রুয়ারি
খ. ৩০ মার্চ
গ. ৭ এপ্রিল
ঘ. ২৫ মে
উত্তর: খ. ৩০ মার্চ
১২. ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো কোন দেশের পাসপোর্টধারীদের সব ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র?
ক. দক্ষিণ সুদান
খ. উত্তর কোরিয়া
গ. ফিলিস্তিন
ঘ. ইয়েমেন
উত্তর: ক. দক্ষিণ সুদান
১৩. বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর কোন সরকারি সংস্থা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক?
ক. National Board of Revenue (NBR)
খ. Bangladesh Bank
গ. Bangladesh Investment Development Authority (BIDA)
ঘ. The Foreign Investors' Chamber of Commerce & Industry (FICCI)
উত্তর: গ. Bangladesh Investment Development Authority (BIDA)
১৪. ফিলিস্তিনে রাফাহ ও খান ইউনুসের মধ্যবর্তী এলাকায় রাফাহকে পুরো গাজা থেকে বিচ্ছিন্নকারী সামরিক করিডোর—
ক. নেটজারিম করিডোর
খ. আল-রশিদ করিডোর
গ. ফিলাডেলফি করিডোর
ঘ. মোরাগ করিডোর
উত্তর: ঘ. মোরাগ করিডোর
১৫. গত বছরের জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী বাংলাদেশি নারী শিক্ষার্থীদের কোন মার্কিন পুরস্কারে ভূষিত করা হয়েছে?
ক. ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড
খ. সিভিল কারেজ প্রাইজ
গ. আটলান্টিক কাউন্সিল লিডারশিপ অ্যাওয়ার্ড
ঘ. ডায়ানা অ্যাওয়ার্ড
উত্তর: ক. ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড
১৬. ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’র বার্ষিক সম্মেলন ২০২৫ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
ক. থাইল্যান্ড
খ. মালেশিয়া
গ. চীন
ঘ. ভুটান
উত্তর: গ. চীন
১৭. চীনের কোন প্রদেশ বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজমে জনপ্রিয় হয়ে উঠছে?
ক. সাংহাই
খ. ফুচিয়েন
গ. ইউনান
ঘ. বেইজিং
উত্তর: গ. ইউনান
১৮. প্রথম বাংলাদেশি হিসেবে ‘অন্নপূর্ণা-১’ পর্বত জয় করেছেন—
ক. মুসা ইব্রাহীম
খ. বাবর আলী
গ. মুহাম্মাদ আবদুল মুহিত
ঘ. ওয়াসফিয়া নাজরীন
উত্তর: খ. বাবর আলী
১৯. বাংলাদেশ নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ স্বাক্ষরকারী কততম দেশ?
ক. ৪৪তম
খ. ৪৮তম
গ. ৫০তম
ঘ. ৫৪তম
উত্তর: ঘ. ৫৪তম
২০. ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’–এ মোট কয়টি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছেন?
ক. ৩০টি
খ. ৪০টি
গ. ৫০টি
ঘ. ৬০টি
উত্তর: গ. ৫০টি
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১০ এপ্রিল ২০২৫)
নারী বিশ্বকাপ বাছাইয়ে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ। ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আজ।নারী বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ–থাইল্যান্ড
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি ও স্পোর্টজেডএক্স অ্যাপ
লিজেন্ডস অব রূপগঞ্জ–ব্রাদার্স
সকাল ৯টা, টি স্পোর্টস
গাজী গ্রুপ–পারটেক্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
ধানমন্ডি–রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস
লিওঁ–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
টটেনহাম–ফ্রাঙ্কফুর্ট
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১
রেঞ্জার্স–অ্যাথলেটিক বিলবাও
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫