জাতীয় দলের জন্য টাকার মায়া ছেড়েছেন হ্যারি ব্রুক
Published: 10th, April 2025 GMT
সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে সর্বস্ব নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হ্যারি ব্রুক। এ জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যত টাকার প্রস্তাবই দেওয়া হোক না কেন, তিনি জাতীয় দলের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন।
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রুক এসব কথা বলেন।
সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। গত সোমবার বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী মে-জুনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ স্থায়ী অধিনায়ক হিসেবে ব্রুকের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। তবে তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২৬ বছর বয়সী ব্রুক আগে থেকেই সাদা বলে ইংল্যান্ডের সহ-অধিনায়ক ছিলেন। বাটলারের জায়গাটা যে ব্রুকই নিতে যাচ্ছেন, সেই সংকেতও তাঁকে আগেভাগে দিয়েছিল ইসিবি। এ কারণেই আইপিএল শুরুর ১২ দিন আগে নিজেকে সরিয়ে নেন।
মেগা নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনলেও সেই টাকার মায়া ছেড়ে দেন। ফিট থাকার পরও আইপিএলে না খেলায় তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে দেশের জন্য এই নিষেধাজ্ঞা বয়ে বেড়ানোকে গর্বভরেই দেখছেন ব্রুক। গতকাল লিডসের হেডিংলিতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘অবশ্যই এই মুহূর্তে এটা (আইপিএলে নিষেধাজ্ঞা) আমার জন্য কোনো ব্যাপার নয়। আমি শুধু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে চাই। গত কয়েক বছর যেভাবে দেশের প্রতিনিধিত্ব করেছি, এখনো সেভাবেই করতে চাই। আশা করি, দলকে সামনে এগিয়ে নিতে বড় প্রভাব ফেলতে পারব।’
ব্রুক সাফ জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আপাতত ‘না’ বলে আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও ব্যাপারটিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন, ‘ইংল্যান্ডই আমার অগ্রাধিকার ও এগিয়ে যাওয়ার পথ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আমি কিছু সময়ের জন্য পেছনে রাখছি। দিন শেষে আমি অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলা বেশি উপভোগ করি। তাই এখানে-সেখানে কিছু টাকা হারাতে হলেও জাতীয় দলের স্বার্থে তা মেনে নেব।’
আগামী মে থেকে জানুয়ারি পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২৬টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর মধ্যে অ্যাশেজও আছে। ব্রুক তিন সংস্করণেই ইসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় সব ম্যাচই তাঁর খেলার কথা।
জাতীয় দলের ঠাসা সূচির কারণেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ দেখছেন না তিনি, ‘আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একেবারেই ছেড়ে দিইনি। কিন্তু (জাতীয় দলের) সূচির দিকে তাকালে অদূর ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আমার খুব বেশি সময় নেই। সময় বের করার কোনো উপায়ও দেখছি না।’
ইংল্যান্ডকে আগেও নেতৃত্ব দিয়েছেন হ্যারি ব্রুক। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে সুপার লিগের প্লে-অফ সেমিফাইনালে খেলেছিল ইংলিশরা। সেই ম্যাচে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়তে হয়। বাটলার চোটে পড়ায় গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ড জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেন ব্রুক। ইংল্যান্ড সেই সিরিজ হারে ৩-২ ব্যবধানে।
‘টাকার মায়া ছেড়ে’ সাদা বলের স্থায়ী অধিনায়ক হওয়া ব্রুক সফল হাতে পারবেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ র য ঞ চ ইজ জ ত য় দল র র জন য
এছাড়াও পড়ুন:
বেরোবিতে রাবি ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক পাঁচটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বেরোবিসহ রংপুর অঞ্চলের দুইটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৩২ জন এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৮.৩১ শতাংশ।
এছাড়া বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত কৃষি গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা রংপুর অঞ্চলের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৮২ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৩৮ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৬.১৮ শতাংশ।
বেরোবি উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা বেরোবিতে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।”
তিনি আরো বলেন, “পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকবৃন্দের জন্য প্রশাসনের উদ্যোগে প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
পরিদর্শন চলাকালে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর মো. ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তানজিউল ইসলাম, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী