এলাকার বাইরে অভিযান, ডিবি পুলিশ কর্মকর্তা বরখাস্ত
Published: 10th, April 2025 GMT
নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অভিযান করায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আউয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে গত শনিবার তাকে বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযানে আটক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা রেখে ছেড়ে দেওয়ার অভিযোগ থাকলেও প্রাথমিক তদন্তে সেটা প্রমাণিত হয়নি।
বরখাস্তের খবর বুধবার জানাজানি হলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.
জানা গেছে, মহানগরের বাইরের উপজেলাগুলো জেলা গোয়েন্দা পুলিশের আওতাধীন। অভিযুক্ত আউয়াল মহানগরের বাইরের এলাকা গৌরনদীতে গত ২৬ মার্চ অভিযানে যান। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানের স্ত্রীকে ইয়াবাসহ আটক করেন। পরে ইয়াবা ও নগদ ৭৪ হাজার টাকা রেখে মিজানের স্ত্রীকে ছেড়ে দেন। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। সহকারী পুলিশ কমিশনার রিয়াজ হোসেনের তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত এএসআই আউয়ালকে বরখাস্ত করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগীর হোসেন জানান, আউয়াল নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অভিযান করায় তার বিরুদ্ধে তদন্ত হয়। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ইয়াবা ও নগদ টাকা রেখে আটক নারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল বরখ স ত এল ক র তদন ত আউয় ল
এছাড়াও পড়ুন:
কষ্টার্জিত জয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা
লা লিগায় কষ্টার্জিত এক জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে লেগানেসের মাঠে স্বাগতিকদের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে কাতালানরা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ১২ ম্যাচে অপরাজিত থাকা বার্সার পয়েন্ট এখন ৭০। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল এখনও তাদের চলতি রাউন্ডের ম্যাচ খেলেনি।
লেগানেসের বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না বার্সার জন্য। প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও ফলাফল শূন্যই ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। ৪৮ মিনিটে রাফিনহার ক্রস রবার্ট লেভান্ডোভস্কির উদ্দেশে হলেও বল ক্লিয়ার করতে গিয়ে তা নিজেদের জালেই পাঠিয়ে দেন লেগানেস ডিফেন্ডার জর্জ সাএন্স।
এরপর লেগানেস একাধিকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। একবার গোল পেয়েও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বার্সাও আরও একটি গোলের সুযোগ তৈরি করে, তবে লামিন ইয়ামাল শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হন।
ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, ‘এটা আমাদের জন্য খুব কঠিন ম্যাচ ছিল, কিন্তু জয়টা দারুণ গুরুত্বপূর্ণ। গত কিছু সপ্তাহে খেলোয়াড়রা যেভাবে খেলছে, তাতে আমি গর্বিত। আমাদের আরও উন্নতি করতে হবে, কিন্তু তিন পয়েন্টই সবচেয়ে বড় ব্যাপার।’
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে। প্রথম লেগে ৪-০ গোলে জয় পেয়েছিল ফ্লিকের দল। অন্যদিকে, অবনমনের শঙ্কায় থাকা লেগানেস ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।