মৌলভীবাজারে ‘প্লাবনের ঢেউয়ের মতো ফোটা’ শালফুল
Published: 10th, April 2025 GMT
ইট বিছানো একটি পায়ে চলা সরু পথ বনের ভেতর দিকে চলে গেছে। ও পথে আশপাশের গ্রামের মানুষ আসা-যাওয়া করেন। পথের দুই পাশে সারি ধরে দাঁড়িয়ে আছে শাল, গর্জনসহ নানা জাতের গাছ। গাছের নিচে, সড়কের পাশে শুকনা পাতার স্তূপ জমে আছে। শুকনা পাতায় মর্মর শব্দ তুলে দু–একটা বুনো প্রাণী, গিরগিটি এদিক-ওদিক ছোটাছুটি করছে। ও রকম প্রকৃতি দেখেই কি উৎপল কুমার বসু লিখেছিলেন ‘পথ হতে সরে যাও। শোনা যায় পাতার মর্মর।’
দু–একটি কোকিলও তখন কোথাও শালগাছের পাতার আড়ালে, প্লাবনের ঢেউয়ের মতো ফোটা শালফুলের কাছে বসে শরীর লুকিয়ে ডেকে চলছে। চৈত্রের মৃদু দমকা হাওয়া টুকরা-টাকরা হয়ে ভেঙে পড়ছে কোকিলের ডাকে।
সম্প্রতি মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্কের বনে, বুনো জঙ্গলে গিয়ে এমন দৃশ্য দেখা গেল। তখন মাত্র দুপুর গড়িয়ে বিকেলের দিকে ঢলে পড়েছে সূর্য। বাতাসে রোদের গরম তেজ আছে, তবে বনের ছায়ায় গরমের সেই আঁচ খুব একটা ছিল না। মৃদু ও দমকা হাওয়া বইছে। পাতারা ঝিলমিল করে লাফিয়ে উঠছে, দুলছে। ঝলমলে রোদ নেমেছে গাছে গাছে, পাতায় পাতায়। লাফিয়ে লাফিয়ে সময় চলছে।
মৌলভীবাজার সরকারি কলেজের দক্ষিণ দিকে কালেঙ্গার দিকে একটি সড়ক চলে গেছে। ওই সড়কের পাশেই পড়েছে বর্ষিজোড়া ইকোপার্ক। ওটা সংরক্ষিত বন। বর্ষিজোড়া বিট অফিসের কাছে গিয়েই দেখা মিলেছে নতুন সময়ের, বসন্তকালের। বিট অফিসের কাছেই অনেকগুলো শালগাছে ফুল ফুটে আছে। ইকোপার্কের শালবন এখন ফুলে ফুলে সেজে উঠেছে, নতুন চেহারা পেয়েছে। প্রতিটি শালগাছে ঢেউয়ের মতো লাফিয়ে ফুটেছে ফুল। গাছগুলোর চূড়ায় সোনালি-হলুদ আভার ঝুমকা ফুল বাতাসে দুলছে। এখন বনের ভেতরে সরু পথের দুই পাশে এমন ফুলের বন্যা চলছে।
মাটিতে ঝরে পড়ছে ফুলের পাপড়ি। শাখা-প্রশাখায় এসেছে নতুন পাতা। সেই হালকা, ঘন সবুজ পাতারা চকচক করছে রোদে ও ছায়ায়। কোথাও ঘন নিবিড় গাছের বন, কোথাও অন্য গাছের সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে আছে শালগাছ। তবে ফুল দিয়েই সে তার আলাদা জাত এখন চিনিয়ে দিচ্ছে। বনের যেদিকেই তাকানো যায়, শালগাছের দেখা মিলছে, গাছে গাছে ফুলের দেখা মিলছে। বাতাসে শালফুলের মৃদু ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে।
এখন শালফুলের মাস চলছে, গাছগুলো শালফুলের উচ্ছ্বাসে ভাসছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় জামায়াতের গণসংযোগে আ.লীগের হামলা, আহত ২
গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুইজন আহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে হামলা করা হয়।
আহতরা হলেন, নান্দিনা গ্রামের ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শিপন মন্ডল এবং তার ছোট ভাই জামায়াতের কর্মী স্বপন মণ্ডল। তারা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জামায়াতের কর্মীরা জানান, দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত কর্মীরা দাওয়াতি গণসংযোগ করতে নান্দিনা গ্রামে যান। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেন। পরে বাধা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে গেলে নান্দিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে স্বপন মন্ডল ও শিপন মণ্ডল আহত হয়। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরো পড়ুন:
শ্রমিক দল নেতার হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ২
গাজীপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিকদের ভাঙচুর
আহত জামায়াত কর্মী শিপন মণ্ডল বলেন, ‘‘স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নির্দেশে তার লোকজন অতর্কিত হামলা চালায়। আমার ভাই স্বপন মণ্ডলের কানে ৬টি সেলাই দেওয়া হয়েছে। তাছাড়া আমাকে মারপিট করে আহত করেছে।’’
এ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তিনি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত সাহাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি বাড়িতে নেই।
জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি রোকনুজ্জামাম রোকন বলেন, ‘‘আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে থাকি। কাউকে জোর করি না। আর আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা গুপ্ত হামলা ও হত্যার পাঁয়তারা করছে।’’
সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে রবিবার (১৩ এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাহাপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে নান্দিনা গ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সেখানে বক্তারা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় রাতে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/মাসুম/বকুল