কুমিল্লা বোর্ডে এ বছর বেড়েছে এসএসসি পরীক্ষার্থী
Published: 10th, April 2025 GMT
সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। এদিকে নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ড কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়াও প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে মাঠে থাকছে প্রশাসনের কঠোর নজরদারি।
বোর্ড সূত্রে জানা যায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড। এবার বোর্ডের অধীন এ ৬ জেলার ২৭৩ কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ২৬ হাজার ২১৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে মেয়ে ৯৯ হাজার ৫৩০ জন এবং ছেলে ৭০ হাজার ১৫০ জন। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী ২৯ হাজার ৩৮০ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ হাজার ৬৬২ জন।
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৯৩২ জন। এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ৭৪৮ জন। এবারও ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী বেশি।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সবাই মিলে আমরা তা কাটিয়ে উঠতে পেরেছি। আশা করি পরীক্ষার্থীরা ভাল ফলাফল করবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.
এদিকে নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে জেলা প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, কেন্দ্রের ২শ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল কোচিং সেন্টার। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে বিশেষ নজরদারি করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: এসএসস পর ক ষ র থ
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা খারাপ হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার ধুর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই শিক্ষার্থীর নাম রোমানা আফরোজ রিয়া (১৬)। সে গংগারহাট এমএএস উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাবার নাম আব্দুর রফ মিয়া।
স্থানীয় নুরুজ্জামাল মিয়া জানান, রিয়ার পরীক্ষাকেন্দ্র ছিল ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। ইংরেজি প্রথম প্রথমপত্রের পরীক্ষায় তেমন উত্তর খাতায় লেখতে না পারায় পরিবারের সদস্যদের বিষয়টি সে জানায়। পরিবারের লোকজন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ভালো করার জন্য পরামর্শ দেন। কিন্তু ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষাও আগের মতো খারাপ হওয়ায় হতাশ হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে মনের কষ্টে পরিবারের লোকজনের অজান্তে সে নিজ ঘরে গলায় ফাঁস নেয়।
গংগারহাট এমএএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক জানান, চলতি এসএসসি পরীক্ষায় নিয়মিত ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে রোমানা আফরোজ রিয়া মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। শুনেছি পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে। এছাড়া এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না আমার জানা নেই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।