পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার
Published: 10th, April 2025 GMT
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন জয়ধরভাঙ্গা গ্রাম থেকে আহতাবস্থায় একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে নীলগাইটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, স্থানীয়রা হরিণ ভেবে নীলগাইটি তাড়া করে। এসময় নীলগাইটি পাঙ্গা নদীতে ঝাপ দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে প্রাণীটিকে বেধে রাখা হয়। খবর পেয়ে বিজিবির সহায়তায় পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে নীলগাইটি উদ্ধার করে নিয়ে যায়।
সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘‘নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশের সময় নীলগাইটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। বর্তমানে নীলগাইটির চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে।’’
আরো পড়ুন:
খুলনায় রমজানে গরুর মাংস ৭০০ টাকা
গরু চুরিতে অভিযুক্ত বিএনপি নেতাকে অব্যাহতি
তিনি আরো বলেন, ‘‘নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুবই ভিতু। মানুষ দেখলে এরা খুব ভয় পায়। উদ্ধার হওয়া নীলগাইটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে।’’
ঢাকা/নাঈম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৫তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।
এছাড়া, সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
ঢাকা/রাজীব