পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীণ ভবন থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
Published: 10th, April 2025 GMT
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীণ একটি ভবনের ১০ তলা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
পুলিশের জানিয়েছে, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে কয়েকটি ভবনের নির্মাণকাজ চলছে। এর মধ্যে ছাত্রহলের একটি ভবনের ১০ তলায় লাশটি পড়ে ছিল। নির্মাণশ্রমিকেরা কাজে গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশটি দেখতে পান। তাঁরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।
পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, নিহতের গলায় দড়ি ছিল। তবে লাশটি পচে নিচে পড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুলিশের ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম গতকাল রাত ১২টার দিকে বলেন, লাশটি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপত্তাকর্মীর (আনসার সদস্য) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কিছুই এখনো নিশ্চিত নয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ২য় গেইটে টিকেট বুথ উদ্বোধন
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ২য় গেইটে টিকেট বুথ উদ্ধোধন করা হয়ছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে সহজের কারিগরী সহযোগিতা ও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ব্যবস্থাপনায় টিকেট বুথ উদ্ধোধ করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম।
এ সময় কাজী মাহবুবুর রহমান বলেন, লোক ও কারুশিল্পদের সার্বিক উন্নয়নে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
তিনি আরো বলেন, ২নং গেইটের কাছে যেহেতু কারুপল্লী দর্শানাথীরা সহজে এই গেইট টি উদ্ধোধন ফলে সহজে ঘুরতে পারবে। সবচেয়ে বেশী উপকিত হবে লোক কারুশিল্পীরা।
আশা করি বিলুপ্ত হাত থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে কারুশিল্প রক্ষা পাবে। কারুশিল্পীরা যে সঠিক মূল্য কারুপন্য বিক্রি করে বলেন। কারুশিল্পীরা প্লাস্টিকের পণ্য ও পলিথিন বর্জন করার আহবান জানায়।
এ সময় উপস্থিত ছিলেন লোক ও কারুশিল্প রেজিষ্টার অফিসার এ কে এম মুজাম্মেল হক, নিরাপত্তা কর্মী সাখাওয়াত হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সহজ লিমিটেড এর পরিচালক শাকিল জওয়াত রহিম, সিনিয়র এক্সিকিউটিভ সুমা আক্তার তুহিন, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, সাইফুল ইসলাম রিমু, কারুপল্লী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন, সহসভাপতি এম এ বাছেদ, যুগ্ম সম্পাদক তাইজ উদ্দীন, কোষাধক্ষ্য অমল চন্দ্র দত্ত প্রমুখ।