দেখতে পলিথিন ব্যাগের মতোই। কিন্তু সাদা এই ব্যাগের ওপর বড় করে লেখা—‘আই অ্যাম নট প্লাস্টিক’। এই বার্তার নিচেই লেখা—‘১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, মেড ফ্রম প্ল্যান্টস, মেড ইন বাংলাদেশ’। পবিত্র ঈদুল ফিতরের আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সুপারশপ ‘স্বপ্ন’-তে বাজার করতে গিয়ে এমন ব্যাগ দেখা গেছে। এই ব্যাগে পণ্য নিয়ে বাসায় ফিরছিলেন ক্রেতারা। পলিথিন ব্যাগের মতো ক্ষতিকর নয় এবং পরিবেশবান্ধব দাবি করে সম্প্রতি বাজারে এসেছে এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পলিথিন ব্যাগ।

স্বপ্নে সরবরাহকারী বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পচনশীল প্লাস্টিক ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইকোস্পিয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি জানিয়েছে, তাদের ব্যাগ বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল (মাটিতে মিশে সার হয়ে যায়)। তাদের এই পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরীক্ষায় পরিবেশবান্ধব হিসেবে ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ইএন-১৩৪৩২ স্ট্যান্ডার্ডে (ভলান্টারি স্ট্যান্ডার্ড) আছে।

এই ব্যাগের ওপর লেখা—‘আই অ্যাম নট প্লাস্টিক। ১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, মেড ফ্রম প্ল্যান্টস, মেড ইন বাংলাদেশ’.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য় ড গ র ড বল পর ব শ

এছাড়াও পড়ুন:

র‍্যাংকিংয়ে বড় লাফ জ্যোতি-শারমিনের

আইসিসি নারী ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আসরে দুই ব্যাটসম্যান ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। তাতে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তারা।

বাংলাদেশের অধিনায়ক জ্যোতি র‍্যাংকিংয়ে ১৭তম স্থানে আছেন। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। ৪১তম স্থান থেকে ২৪ ধাপ এগিয়েছেন তিনি। এছাড়া শারমিনের অবস্থান ২৯তম। ৩৯তম স্থান থেকে ১০ ধাপ এগিয়েছেন এই ব্যাটার। র‍্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশ করেছে আইসিসি।

বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে প্রথম ম্যাচে হারানোর নায়ক ছিলেন জ্যোতি। ১০১ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ভর করে ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায়। ৭৮ বলে তিন অংকে পৌঁছে গিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন টাইগ্রেস অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫১ রানের আরেকটি ইনিংস।

আরো পড়ুন:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান

আগস্টে বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল

শারমিন থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রানের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন। তাতে তার উন্নতি হয়েছে ভালোই। এছাড়া ১৬ ধাপ এগিয়ে রিতু মনি এসেছেন ৮৮তম স্থানে। বোলিংয়ে ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে এসেছেন। থাইল্যান্ডের বিপক্ষে ৫ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেট পেয়েছিলেন তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন জান্নাতুল ফেরদৌসু সুমনা। তাতেও সেরা একশতে ঢুকতে পারেননি এ স্পিনার। বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থান নাহিদা আক্তারের। ২ ধাপ অবনমনের পরও তার অবস্থান ১২তম স্থানে। এরপর ২৩তম স্থানে আছেন রাবেয়া খান। ৭ ধাপ এগিয়েছেন তিনি।
 

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ