পাবনার সাঁথিয়ায় জাহিদুল ইসলাম মোল্লা (৬০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার থানার ডেমরা-আতাইকুলা আঞ্চলিক সড়কে তেবাড়িয়া হাজির বটতলা নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত জাহিদুল সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় কাঠ ব্যবসায়ী। 

বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি এ কেএম হাবিবুল ইসলাম। রাতের কোনো এক সময় গলা কেটে তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে সাঁথিয়া উপজেলার আতাইকুলার থানার ডেমরা-আতাইকুলা আঞ্চলিক সড়কের পাশে মরদেহটি দেখতে পান। তখন তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে ব্যবসার কথা বলে জাহিদুল বাড়ি থেকে বের হন। বুধবার সকালে তার মরদেহ উদ্ধারের কথা শুনে এখানে (ঘটনাস্থল) এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

আতাইকুলা থানার ওসি জানান, তদন্ত করে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত বলা যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন হত য মরদ হ

এছাড়াও পড়ুন:

কাজাখস্তানকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

বাংলাদেশ ৫–১ কাজাখস্তান

কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ কাপ) শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। জাকার্তায় আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারেনি কাজাখস্তান। বৃষ্টির কারণে ৬০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে প্রায় দুই ঘণ্টায়।

বাংলাদেশের হয়ে প্রথম ও শেষ গোল করেছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। ২৪ মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুল এনে দেন প্রথম গোল। ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আসে শেষ গোল।

২৪ মিনিটে প্রথম গোলের ৬ মিনিট পর পেনাল্টি কর্নারে ম্যাচে ফেরে কাজাখস্তান। এ সময় কিছুটা প্রতিরোধ গড়ে তোলে দলটি। কিন্তু ৩৮ মিনিটে ভেঙে যায় সেই প্রতিরোধ। নাইমের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ হয়েছে।

ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশের সোহানুর রহমান

সম্পর্কিত নিবন্ধ