পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
Published: 10th, April 2025 GMT
পুলিশের এএসআই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে শেরপুর আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার শহরের সজবরখিলা মহল্লায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে ব্যবসায়ী হারুনুর রশিদ বলেন, তাঁর ব্যবসায় আর্থিক সংকট দেখা দিলে গৌরিপুর মহল্লার বাসিন্দা পুলিশ কর্মকর্তা এনামুল কবির ওরফে তোতা ও তাঁর স্ত্রী সদর উপজেলার চৈতাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীমা আক্তার শিল্পীর কাছ থেকে চার লাখ টাকা সুদে ধার করেন। চুক্তি হয় প্রতি মাসে সুদ দিতে হবে ২০ হাজার টাকা। কয়েক মাস সুদের টাকা পরিশোধও করেন। এর মধ্যে শামীমা খাতুন শিল্পী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি চিকিৎসার জন্য ভারতে যাবেন বলে টাকা ফেরত চান।
এর পরিপ্রেক্ষিতে তিনজন সাক্ষী রেখে তিনি ৪ লাখ ১০ হাজার টাকা এএসআই এনামুল কবিরকে বুঝিয়ে দেন। এ ঘটনার কয়েক দিন পর গত ৬ এপ্রিল রাত ৯টার দিকে ৩-৪ জন সন্ত্রাসীসহ এনামুল কবীর ফের তাঁর দোকানে যান এবং তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করেন। না দিলে তাঁকে প্রাণনাশের হুমকি এবং মাদ্রাসা পড়ুয়া ছেলেকে অপহরণ করবেন বলে ঘোষণা দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত হয়ে গত ৮ এপ্রিল আদালতে এএসআই এনামুল কবীরকে একমাত্র আসামি করে একটি মামলা করেছেন।
অভিযোগের ব্যাপারে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাজাহানপুর থানায় কর্মরত এএসআই এনামুল কবীর তোতার সঙ্গে। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে তিনি বলেন, হারুনর রশিদের সঙ্গে তাঁর কোনো লেনদেন হয়নি। তাঁর স্ত্রী শিল্পীর কাছ থেকে হাওলাত নেওয়া টাকা পরিশোধ করেননি। এখন টাকা না দিয়ে তাঁকে অসম্মান করার জন্য নানা ফন্দিফিকির করছেন।
শামীমা আক্তার শিল্পীর অভিযোগ, পূর্ব পরিচয় থাকার কারণে হারুনের বিপদে সহায়তা করতে তাঁকে টাকা ধার দেওয়া হয়েছিল। সেই টাকা আত্মসাৎ করার জন্য তিনি মিথ্যা মামলা করেছেন। তাঁর স্বামীর সম্মান নষ্ট করছেন। তিনি বলেন, তাঁর কাছে হারুনের স্বাক্ষর করা চেক ও স্ট্যাম্প রয়েছে। তিনি দ্রুত আইনি পদক্ষেপ নেবেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জিডি করতে ঘুষ নেওয়ায় এএসআইকে বদলি
মুন্সীগঞ্জের সিরাজদীখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দাম নেওয়ায় অভিযুক্ত সেই পুলিশ সদস্যকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, গত রোববার পাসপোর্ট হারানো বিষয়ে সালমান কবীর নামে এক ভুক্তভোগী সিরাজদীখান থানায় গেলে এএসআই মাহফুজুর রহমান তাঁর কাছ থেকে তিন প্যাকেট বেনসন সিগারেট বা এর সমমূল্য ১ হাজার ২০০ টাকা ঘুষ নেন। এ বিষয়ে পরদিন সোমবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন।
এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি শাহেদ আল মামুন জানান, অভিযুক্ত এএসআই মাহফুজুর রহমানকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে। তিনি আরও জানান, শুধু বদলি নয়, তাঁর বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিরাজদীখান থানা সূত্রে জানা গেছে, এএসআই মাহফুজুর রহমানের বদলির আদেশ এক মাস আগেই হয়েছিল। কি কারণে তিনি কর্মস্থল ছেড়ে যাননি, সে বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।