চৈত্রের বৃষ্টিতে দুই বছর পর ভালো ফলনের আশা
Published: 10th, April 2025 GMT
আবহাওয়া অনুকূলে না থাকায় আগের দুই বছর আমের ফলনে বিপর্যয় হয়েছে। এবার মুকুলের সময় আবহাওয়া অনুকূলে রয়েছে। চৈত্র মাসের শুরুতেই বৃষ্টি হওয়ায় আশায় বুক বাঁধছেন চাষি। তারা বলছেন, শুরুতে বৃষ্টি হওয়ায় গুটি ঝরা কমবে। সামনের দিনে কোনো দুর্যোগ না হলে গত দুই বছরের তুলনায় এবার ফলন ভালো হবে। এ অবস্থায় স্প্রের পরামর্শ কৃষি বিভাগের।
চলতি বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এতে ২ লাখ ৬০ হাজার টন উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। গত বছর প্রায় একই পরিমাণ বাগান থাকলেও অনুকূল আবহাওয়া না থাকায় ফলন বিপর্যয় হয়। ২০২৩ সালে দীর্ঘ সময় শীত থাকায় মুকুল ঠিকমতো বের হয়নি। গত বছর মুকুল বের হওয়ার সময় বৃষ্টিপাত হওয়ায় নতুন পাতা গোজায়। কিছু আগাম মুকুল গাছে থাকায় সেগুলো পচে শুকিয়ে যায়।
গত বছর ৩০ থেকে ৪০ শতাংশ গাছে মুকুল ছিল। এ কারণে মৌসুম শুরু হয় চড়া দামে। শেষ হয় আরও বেশি দামে। ফলে অনেকে ঠিকমতো মধুফল আমের স্বাদ নিতে পারেননি। এবার শুরু থেকে আবহাওয়া ভালো। অন্য বছর চৈত্রে অতি তীব্র শীত, ঘন কুয়াশা, খরা ও তাপদাহের কবলে ফলন বিপর্যয় হয়েছিল। এবার মুকুলের শুরু থেকেই আবহাওয়া ভালো।
গুটি মোটরদানা হওয়ার পর চৈত্রের খরায় ঝরতে থাকে বলে জানান পুঠিয়ার আমচাষি সিরাজুল ইসলাম। তিনি বলেন, এ সময় গাছের গোড়ায় সেচ দিতে হয়। এতে বাড়তি টাকা খরচ হতো। এবার সেই খরচ লাগেনি। সম্প্রতি বেশ ভালো বৃষ্টি হয়েছে। এতে সেচের খরচ বেঁচে গেছে। গুটি ঝরাও থাকবে না বলে আশা করা হচ্ছে। এবার ফলনের জন্য ভালো পরিবেশ আছে।
চাষিরা বলছেন, এবার মুকুল বের হওয়ার সময় ঘন কুয়াশা বা বৃষ্টি হয়নি। গড়ে ৭০ থেকে ৭৫ শতাংশ গাছে এসেছে মুকুল। ফুল ফুটে গুটি মোটরদানা হতেই মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। ফলে গুটিঝরা রোগ দেখা দেওয়ার আশঙ্কা নেই। তারা দিনরাত যত্ন নিচ্ছেন। ছত্রাক ও পোকার আক্রমণ থেকে আম রক্ষায় নিয়মিত স্প্রে করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আসবে।
বানেশ্বরের আমচাষি মো.
কৃষি বিভাগ বলছে, এবার ফল ধারণের উপযুক্ত পরিবেশ রয়েছে। গাছে ভালো গুটি এসেছে। এ গুটি টিকিয়ে রাখতে দ্রুত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে। বৃষ্টির কারণে এখন মাটির রস আছে। খরার কবলে পড়লে রস শুকিয়ে যাবে। এমন পরিবেশে ১৫ দিন পরপর গাছের গোড়ায় সেচ দিতে হবে। এর আগে গাছে অনুমোদিত মাত্রায় সার দিতে হবে। বালাইনাশক, সার ও সেচ দিতে পারলে আম দ্রুত বড় হবে।
শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে জানিয়ে রাজশাহী ফল গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, গাছের আমের গুটি মোটরদানা হয়েছে। এখনই নির্ধারিত মাত্রায় কীটনাশক ও ছত্রাকনাশক একসঙ্গে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এ স্প্রে না করলে পোকায় আক্রমণ করবে, নষ্টও হবে। ছত্রাকও আক্রমণ করতে পারে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘হাসিনার দোসররা ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে’
চারুকলায় শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফ পুড়িয়ে দেওয়ার বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “হাসিনার দোসররা ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক; তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।”
শনিবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন ফারুকী।
পোস্টে তিনি লিখেছেন, “এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনব তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়।”
আরো পড়ুন:
নববর্ষের দিন টিএসসি-শাহবাগ মেট্রো স্টেশন ‘সাময়িক বন্ধ থাকবে’
বর্ষবরণে থাকছে ‘অন্ধকার কাল থেকে উত্তীর্ণ হবার বার্তা’
“রাতের এই ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব,” যোগ করেন ফারুকী।
তিনি বলেন, “গত কিছু দিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরো অবশ্যাম্ভাবী হয়ে উঠল। জুলাই চলমান।”
ঢাকা/রাহাত/রাসেল