রাশিয়া এবং যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার ইস্তাম্বুলে নতুন দফা আলোচনায় বসতে চলেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা নিশ্চিত করে জানান, মূলত দুই দেশের মধ্যে কূটনীতি শক্তিশালী করতে এই বৈঠক হবে। এ ছাড়া ইউক্রেন বিষয়েও কথা হবে দুই দেশের মধ্যে। 

বুধবার বার্তা সংস্থা তাস জানিয়েছে, এক সংবাদ ব্রিফিংয়ে জাখারোভা বলেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আমি নিশ্চিত করছি এটি আগামীকাল অনুষ্ঠিত হবে। বৈঠকটি ইস্তাম্বুলে হবে। রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ এবং মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব করবেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী (রাশিয়া ও মধ্য ইউরোপ) সোনাতা কুল্টার।

রয়টার্স জানায়, রাশিয়ায় গভীর রাতে আবারও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবারের এই হামলায় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ১৫৮টি ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বুধবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এএফপি জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে দু’জন চীনা যোদ্ধাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের সামরিক প্রধানকে সরে যেতেই হবে বলে দাবি পদত্যাগ করা আরেক কমান্ডারের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র ইউক র ন

এছাড়াও পড়ুন:

সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরি ইউনিয়নের রত্না নদীর তীরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে আন্নর আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

নিহত আন্নর আলী উপজেলার সোনামপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সোনামপুর গ্রামের আরজত আলী ও রশিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে বুধবার বিকেলে তাদের লোকজন রত্না নদীর তীরে সংঘর্ষে জড়ায়। তারা একে অন্যকে লক্ষ্য করে টেঁটা ও ফিকল (দেশীয় অস্ত্র) নিক্ষেপ করতে থাকে। এসময় আন্নর আলীসহ তিনজন টেঁটাবিদ্ধ হলে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় আন্নর আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। টেঁটাবিদ্ধ অন্য দুইজন হলেন-  একই গ্রামের উমর আলীর ছেলে মানিক মিয়া ও রশিদ মিয়া। তারা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে ১৪৪ ধারা জারি

মন্দরি ইউনিয়নের ইউপি সদস্য হাবিব মিয়া বলেন, “নিহত আন্নর আলী কোনো পক্ষের লোক ছিলেন না। তিনি তৃতীয়পক্ষ হিসেবে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন।”

বানিয়াচং থানার ওসি মো. কবির হোসেন বলেন, “জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়।সোনামপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ