চলতি বছরের বলিউডের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র মনে করা হচ্ছিল সালমান খানের ‘সিকান্দার’। ঈদে ধুমধাম করে মুক্তি পায় সিনেমাটি। এ আর মুরুগাদস পরিচালিত অ্যাকশনধর্মী ছবিকে ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। অগ্রিম টিকিট বিক্রিতেও সে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু প্রথম দিনের বাজে শুরু সিনেমার ভাগ্য ভালো ফল বয়ে আনতে পারেনি। প্রথম দিনে ‘সিকান্দার’ আয় করেছিল মাত্র ২৬ কোটি রুপি। যা শুধু সালমানের নয়, বর্তমানে বলিউডের যেকোনো বড় ছবির ক্ষেত্রে বাজে শুরু। বক্স অফিসের এ ফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, কেউ কেউ মনে করছেন আয়োজনের ঘাটতি, আবার কেউ মনে করছেন পাইরেসির কারণেই সুবিধা করতে পারেননি বলিউড ভাইজান। ঠিক কী কারণে ‘সিকান্দার’ সুবিধা করতে পারেনি, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
বলিউড ভাইজানের ছবি, তা-ও আবার ঈদের সময়। ‘সিকান্দার’ নিয়ে তাই প্রত্যাশা বেশি হওয়া স্বাভাবিক। তবে তা যে এভাবে হোঁচট খাবে, কেউ তা ঘুণাক্ষরেও চিন্তা করতে পারেনি। সিনেমাটি শুধু ভক্তদের পাশাপাশি হতাশ করেছে ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকদেরও। বক্স অফিসে এ ভাটার নেপথ্যে কিছু কারণ জানিয়েছে চলচ্চিত্র বিশ্লেষকেরা।
দুর্বল চিত্রনাট্য ও বিষয়বস্তু
‘সিকান্দার’ সিনেমার বিষয়বস্তুতে সমস্যা ছিল মনে করছেন একাধিক চলচ্চিত্র বিশ্লেষক। তাই সালমান খানের উপস্থিতিও এটিকে বাঁচাতে পারেনি। চলচ্চিত্র–বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ বলেন, ‘আমার মনে হয়, ভরাডুবির মূল কারণটি ছিল চিত্রনাট্য ও বিষয়বস্তু। বিষয়বস্তু এতটাই দুর্বল ছিল যে প্রাথমিক কৌতূহলের পরেও সিনেমাটির ভাগ্যে ভালো কিছু আসেনি। প্রথম দিন ভালো ছিল, দ্বিতীয় ও তৃতীয় দিন ছিল ঈদ, তাই এটি ব্যবসার যথেষ্ট সুবিধা পেয়েছিল, কিন্তু এরপরই তা হুড়মুড় করে ভেঙে পড়ে। ছবিটির আয় ক্রমে নিম্নমুখী হচ্ছিল।’
হল–ফেরত দর্শকের খারাপ রিভিউ
সালমানের সিনেমা নিয়ে আমজনতার মধ্যে একটা উৎসব দেখা যায় সব সময়। অনেকেই মনে করেন এরাই সালমানের পাওয়ার হাউস। ভাইজানের সিনেমা মুক্তি মানেই গেইটি গ্যালাক্সিসহ সিঙ্গেল স্ক্রিনের সামনে উৎসব, দর্শকদের উচ্ছ্বাস। তবে এবারের চিত্র অবাক করেছে জি৭ মাল্টিপ্লেক্স (গেইটি গ্যালাক্সি) ও মারাঠা মন্দির সিনেমার নির্বাহী পরিচালক মনোজ দেশাইকে। ইটাইমসকে তিনি বলেন, ‘এটি অন্য কোনো ছবির অনুলিপি ছিল, আর মনে হয়েছে নায়িকাকে তাড়াতাড়ি হত্যা করা হয়েছিল। বিশ্বাস করেন, আমি ছবির একটিও ফ্রেম দেখিনি। কিন্তু দর্শকেরা হল থেকে বের হয়ে আমাকে এমনই বলেছেন, যা আমি আপনাকে বলছি।’
পাইরেসি
পাইরেসির কারণেও সিনেমাটির ব্যবসায় ভাটা পড়েছে বলে মনে করছেন মনোজ দেশাই। তিনি বলেন, ‘সালমানের জন্য মানুষ সিনেমা হলে আসে, কিন্তু পাইরেসির কারণে অনেকেই হলে আসেননি। এখন ওটিটির সময়, মানুষের মনে এই মনোভাব তৈরি হয়েছে যে আমরা ঘরে বসে ছবিটি দেখব।’
গানগুলো আলোচনা তৈরি করতে ব্যর্থ হয়েছে
সিনেমায় ‘সিকান্দার নাচে’, ‘জোহরা জাবিন’ ও ‘হাম আপকে বিনা’র মতো ভালো গান ছিল, যেগুলো ছবিটিকে হয়তো ব্যর্থতা থেকে কিছুটা বাঁচাতে পারত। তবে ভুলে যাওয়ার মতো গানের কথা, দুর্বল সংগীত আয়োজন আলোচনা তৈরি করতে পারেনি। তবে প্রয়োজনীয় প্রচারণা হলে এগুলোও তুরুপের তাস হতে পারত বলে মনে করছেন অনেকেই।
১০ দিনে ভারতীয় বাজার থেকে সিকান্দার আয় করেছে মাত্র ১০৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিন ২৬ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। পরদিন ঈদের দিন আয় করেছিল ২৯ কোটি রুপি। তবে এপ্রিলের প্রথম দিন থেকেই আয় নিম্নমুখী হতে থাকে। এদিন সিনেমাটি আয় করেছিল ১৯ কোটি রুপি। এপ্রিলের ৪ তারিখ সিনেমার আয় নেমে আসে মাত্র ৩ কোটি ৫০ লাখ রুপিতে। এ সিনেমার মধ্য দিয়ে  প্রথমবার সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। ‘গজনি’খ্যাত নির্মাতা এ আর মুরুগাদসের সঙ্গেও এর মাধ্যমে প্রথমবার কাজ করেন সালমান। সিনেমাটি আরও অভিনয় করেছেন সত্যরাজ, শরমন যোশী, কাজল আগারওয়াল, প্রতীক বাব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ আরও অনেকে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র ব প রথম দ ন ব ষয়বস ত করছ ন

এছাড়াও পড়ুন:

বেরোবিতে রাবি ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক পাঁচটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বেরোবিসহ রংপুর অঞ্চলের দুইটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৩২ জন এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৮.৩১ শতাংশ।

এছাড়া বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত কৃষি গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা রংপুর অঞ্চলের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৮২ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৩৮ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৬.১৮ শতাংশ।

বেরোবি উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা বেরোবিতে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।”

তিনি আরো বলেন, “পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকবৃন্দের জন্য প্রশাসনের উদ্যোগে প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

পরিদর্শন চলাকালে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর মো. ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তানজিউল ইসলাম, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • বেরোবিতে রাবি ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • প্রথমবারের মতো মালয়েশিয়া গেলেন গবির ইন্টার্ন চিকিৎসকরা
  • ৬৪ বছর বয়সে অভিষেক, ইতিহাস গড়লেন জোয়ানা চাইল্ড
  • আজ ঢাকায় গাইবেন ‘কালাবাজ দিল’ গায়িকা আইমা বেগ
  • আজ শুরু পিএসএল, লিটন-রিশাদ-নাহিদদের ম্যাচ কবে–কখন
  • প্রথমবার কানাডা ট্যুরে শিরোনামহীন
  • এত বছর কেউ আমার কথা ভাবেনি: জিৎ
  • প্রথমবার ভারতের সিনেমায় ‘দুই চাক্কার সাইকেল’ গানের অমি
  • ওবায়দুলের আদর্শ হকির ম্যারাডোনা, হতে চান মেসির মতো
  • জাতীয় দলের জন্য টাকার মায়া ছেড়েছেন হ্যারি ব্রুক