২০ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করলো ইইউ
Published: 9th, April 2025 GMT
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০ বিলিয়ন ইউরোরও বেশি মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে।
ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্কের বিপক্ষে বুধবার ইইউ তাদের প্রথম পদক্ষেপ গ্রহণ নিলো। বাড়তি শুল্ক আরোপিত পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন, মোটরসাইকেল এবং প্রসাধনসহ অন্যান্য পণ্য।
ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র যদি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ আলোচনার ফলাফলে সম্মত হয়, তাহলে এই পাল্টা ব্যবস্থাগুলো যেকোনো সময় স্থগিত করা যেতে পারে।”
১৫ এপ্রিল থেকে নতুন এই শুল্ক কার্যকর করবে ইউরোপীয় কমিশন।
বিবৃতিতে বলা হয়েছে, “ইইউ মার্কিন শুল্ককে অযৌক্তিক ও ক্ষতিকারক বলে মনে করে, যা উভয়পক্ষের পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর প
এছাড়াও পড়ুন:
ডিবিপ্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেওয়া হলো
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দিন কয়েক আগে মডেল মেঘনা আলমকে আটক করে ডিএমপির ডিবি। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ। মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তা সঠিক হয়নি বলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রেজাউলকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলে উল্লেখ করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবির প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল।
ডিএমপি সূত্র জানায়, ১৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ডিএমপির ডিবির প্রধান হওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।