যুক্তরাষ্ট্রে কোম্পানি স্থানান্তরের এটাই দুর্দান্ত সময়: ট্রাম্প
Published: 9th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী শেয়ার বাজার যখন স্থবির হয়ে পড়েছে তখন যুক্তরাষ্ট্রে আপনার কোম্পানি স্থানান্তরের দুর্দান্ত সময় এসেছে।
বুধবার তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, অ্যাপল ও অন্যান্য কোম্পানির মতো আপনার কোম্পনিকেও যুক্তরাষ্ট্রে স্থানান্তরের সময় এসেছে। শূন্য শুল্ক, তাৎক্ষণিক বৈদ্যুতিক সংযোগ ও অনুমোদন পাবেন। কোন পরিবেশগত ঝামেলাও নেই। দেরি করবেন না, এখনই করুন!
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল
গাজাজুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করার প্রায় এক মাস পর ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ তথ্য জানিয়েছে।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ৪৮ ঘন্টার মধ্যে হামাস ‘সম্ভবত’ প্রস্তাবে সাড়া দেবে।
যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী মিশরীয় কর্মকর্তারা সপ্তাহান্তে কায়রোতে গ্রুপের প্রতিনিধি দলের কাছে এই প্রস্তাবটি পৌঁছে দেন।
সোমবার রাতে হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে, ইসরায়েল এক হাজার ২৩১ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ২৫১ জনকে ইসরায়েল থেকে অপহরণ করে। এদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় বন্দি। ১৯ জানুয়ারি শুরু হওয়া পূর্ববর্তী যুদ্ধবিরতির ফলে প্রায় এক হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। তবে দুই মাস পর সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।
ঢাকা/শাহেদ