ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজধানীর স্কাইলার্ক মডেল স্কুল। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মাটিকাটার স্কুল ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইসিবি চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে ফের একটি বিক্ষোভ মিছিল ঢাকা ক্যান্টনমেন্ট রোড হয়ে মাটিকাটা বাজার প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১১টার দিকে স্কাইলার্ক মডেল স্কুলে গিয়ে শেষ হয়। মানববন্ধনে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেয়।

মানববন্ধনে স্কুলটির ৮ম শ্রেণির ছাত্রী প্রিয়ন্তি আক্তার বৃষ্টি বলেন, ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক। বিশ্ববাসীর কাছে আবেদন জানাই, ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।

কর্মসূচিতে অংশ নিয়ে এক অভিভাবক মো.

সারোয়ার হোসেন বলেন, ইসরায়েলের বর্বরোচিত হামলায় শিশুদের হত্যার ‍দৃশ্যে আমাদের সন্তানের মুখ আমরা দেখতে পাই। যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ আমাদের হৃদয়কেও ক্ষতবিক্ষত করে যাচ্ছে। সেই তাড়না থেকে আজ রাস্তায় প্রতিবাদ করতে এসছি। অবিলম্বে এই গণহত্যা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক সাগরিকা আক্তার বলেন, নারী ও শিশুদের এই নির্মম হত্যা দেখে নিজেকে আর সামাল দিতে পারি না। শুধু আল্লাহর কাছে দোয়া করি,হে আল্লাহ্, গাজাবাসীকে তুমি মুক্ত করো। আর জালিম জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করো।

মানববন্ধনে স্কুলটির প্রধান শিক্ষক, বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের মহাসচিব ও পীচ এডুকেটর ও টিম লিডার, বাংলাদেশ এইচডব্লিউপিএল, দক্ষিণ কোরিয়া মো. সাফায়েত হোসেন বলেন, মানবতার ধোয়া তোলা যে সমস্ত শক্তিধর দেশগুলো মানবতার কথা বলে, তাদের ভেতরেই তো মানবতার লেশমাত্র নেই। মুখেই শুধু মানবতার কথা বলে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, ফিলিস্তিনের গাজার শিশু-নারীসহ সকল জনগণের ওপর নির্বিচারে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, পরবর্তী প্রজন্মের জন্য তা খুবই ভয়াবহ রূপ ধারণ করবে। ইতিহাস কী মুছে যাবে? নাকি করুণ ইতিহাস পৃথিবীর কাছে লজ্জিত হবে। সর্বোপরি এই গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি। একইসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানাচ্ছি।

ঢাকা/হাসান/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম নবত র গণহত য

এছাড়াও পড়ুন:

‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’

‘সন্ধ্যা নামে প্রলয় মাঝে, বাচ্চারা খেলে না আর, স্কুল ভেঙে গেছে বই পুড়ছে, তবু ওদের সাহসে নেই বাঁধ, ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’– বহু দূরের ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের জন্য নারায়ণগঞ্জে খেলাঘরের শিশুরা সবাই মিলে দাঁড় করিয়েছে একটি কবিতা। শনিবার বিকেলে এই কবিতা আবৃত্তির মধ্য দিয়েই পালন করে প্রতিবাদী মানববন্ধন। সেখানে ফিলিস্তিনের নির্বিচার শিশু হত্যার, মানুষ হত্যার প্রতিবাদ জানায় তারা। 
‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’ কবিতার লাইনটি মানববন্ধনে অংশগ্রহণকারীদের মুখে রূপান্তরিত হয় স্লোগানে। পাশাপাশি উঠে আসে আরেক স্লোগান, ‘খেলাঘর চায় না, শিশুদের কান্না’। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে খেলাঘর আসর আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নানা দলমতের মানুষ।
জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম জহির বলেন, ‘ফিলিস্তিনি শিশুদের কান্নার রোল আমাদের হৃদয়ে গভীর কষ্ট সৃষ্টি করেছে। তাই আমরা শিশুদের নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি এসব শিশুর কান্নার সঙ্গে চিৎকার দেওয়ার জন্য। আমরা আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানাচ্ছি ও অনতিবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছি। শুধু মুসলমানরাই নয়, কোনো মানবিক বোধসম্পন্ন মানুষ এই নির্বিচারে গণহত্যা, এই ধ্বংসযজ্ঞ মেনে নিতে পারে না। এই বিশ্বকে আমরা শিশুদের বাসযোগ্য দেখতে চাই, আনন্দময় দেখতে চাই। যুদ্ধমুক্ত পৃথিবীর প্রত্যাশা করি।’
জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু, জেলা উদীচীর সভাপতি জিয়াউল ইসলাম কাজল, জেলা বাসদ সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, ক্রান্তি খেলাঘর আসরের সভাপতি মামুন ভূঁইয়া, রূপগঞ্জ খেলাঘর আসরের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’
  • রাষ্ট্রীয় খরচে কোনো অতিথিকে হজে পাঠানো হবে না: ধর্ম উপদেষ্টা
  • বাবা হত্যার বিচার দাবিতে রাস্তায় দুই শিশু
  • নেত্রকোনায় হেফাজত নেতার বাড়িঘরে হামলা ও মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • জমি নিজের দাবি করে বিদ্যালয়ের মাঠ দখল
  • বন্দরে রনি হত্যা মামলায় গ্রেপ্তারকৃতের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মানববন্ধন
  • নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা
  • বাউফলে সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
  • গাজায় গণহত্যা বন্ধে ঢাবিতে সাদা দলের মানববন্ধন, প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে রাজি