বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে পতন ঘটে আওয়ামী লীগের ১৭ বছরের দু:শাসনের। গত ৫ আগষ্ট থেকে ৮ আগষ্ট পর্যন্ত সারাদেশে কোনো সরকার ব্যবস্থা না থাকায় কতিপয় রাজনৈতিক নেতাকর্মীর পরিচয়ে চলতে থাকে ব্যাপক লুটপাট ও চাঁদাবাজি।

নানা হয়রানির শিকার হতে হয় সাধারণ ব্যবসায়ী ও জনসাধারণকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ব্যবসা কেন্দ্রিক অঞ্চল হিসেবে খ্যাত আদমজী এলাকাতে ব্যবসায়ীদের জিম্মি করে চলতে থাকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ব্যাপক চাঁদাবাজি।

 টাকা না দিলে কেড়ে নেয়া হতো পণ্য, করা হতো মারধর। এসব মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারা রাস্তায় নেমে হ্যান্ড মাইকে কাউকে চাঁদা না দেয়ার আহ্বান জানান। কেউ চাঁদাবাজি করতে এলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীদের জানানোর অনুরোধও করেন তারা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কঠোর অবস্থানের কারণে বন্ধ হয়ে যায় চাঁদাবাজদের দৌরাত্ম। নাসিক ৬নং ওয়ার্ডের কাপড় ব্যবসায়ী জয়নাল জানান, আগস্টের দিকে প্রতিদিন সন্ধ্যা হলেই আমাদের কাছে চাঁদা নিতে আসতো। চাঁদা না দিলে মারধর করতো।

দোকান থেকে কাপড় নিয়ে যেতো। আল্লাহর রহমতে এখন আমরা ভালো আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের পাশে থাকায় এখন আর কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে না। 

আদমজী নতুন বাজার এলাকার দোকানদার জিল্লুর জানান, আমাদের দোকানগুলোর মালিক আওয়ামী লীগ নেতা হওয়ায় ৫ আগস্টের পর প্রতিমাসে একেক গ্রুপ জোরপূর্বক তার সকল দোকান ভাড়া ও বিদ্যুৎ বিল নিয়ে যেতো।

কিন্তু আমরা চাইতাম প্রকৃত মালিককে ভাড়া দিতে। পরবর্তীতে গত নভেম্বরে আমাদের দোকান মালিকের স্ত্রী রোকেয়া রহমান বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দের সহায়তায় এখন তার কাছে আমরা প্রতিমাসের ভাড়া তুলে দিতে পারছি। এটাই আমাদের অনেক স্বস্তির বিষয়। আমরা এখন নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারছি।

এ বিষয়ে রোকেয়া রহমান বলেন, গত ১২/১৩ বছর ধরে রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে এই জমিতে আমরা দোকানঘর নির্মান করে ভাড়া দিয়েছি। কিন্ত ৫ আগস্ট এর পর কিছু লোক জোর করে ভাড়া উঠিয়ে নিয়ে যায়, এবং ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখায়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমাদের পাশে দাঁড়ায়। তাঁদের সহযোগিতায় আমরা ভাড়া বুঝে পাচ্ছি।

ওদিকে এবার ঈদে সিদ্ধিরগঞ্জের আদমজীর নতুনবাজার হকার্স মার্কেট ও ফুটপাতের ব্যবসায়িরা চাঁদাবাজি মুক্ত থাকায় খুশি হলেও মন খারাপ চিহ্নিত চাঁদাবাজ চক্রের। এই চাঁদাবাজ চক্রটি বছরের পর বছর ধরে ক্ষুদ্র ব্যবসায়িদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে। ঈদ আসলে তাদের চাঁদার রেট বেড়ে যায়।

এবার তারা ব্যাপক চাঁদাবাজির প্রস্তুতি নিয়ে থাকলেও শেষ পর্যন্ত চাঁদা তুলতে পারেনি। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা প্রকাশ্যে মাইকিং করে কাউকে চাঁদা না দেয়ার আহবান জানিয়ে ব্যবসায়িদের পাশে দাঁড়ায়। এতে করে ছাত্রদের কাছে পেয়ে ব্যবসায়িরাও সাহসী হয়ে ওঠে। 

ব্যবসায়ি ও স্থানীয়দের তথ্যমতে, গত ১৫/১৬ বছর ধরে প্রতি শুক্রবার আদমজী নতুন বাজার এলাকায় রেলওয়ের জমিতে হকার্স মার্কেট ও নতুন সড়কের দুই পাশের ফুটপাতে বিভিন্ন এলাকার কয়েকশত ক্ষুদ্র ব্যবসায়ি দোকার বসায়। নতুনবাজার ও সোনামিয়া বাজার এলাকার একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র এই সকল ব্যবসায়িদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতো। 

৫ আগস্টের পর চাঁদাবাজদের একটি অংশ পালিয়ে যায়। কিন্তু আরেকটি অংশ নব্য চাঁদাবাজদের সাথে নিয়ে চাঁদা উঠানো শুরু করে। ৫ আগস্টের পর ৬ মাস ধরে চাঁদাবাজি করে আসছে তারা। এক পর্যায়ে ঈদকে সামনে রেখে ব্যাপক চাঁদাবাজির ছক আঁকে চাঁদাবাজ চক্রটি। এবং ৭ মার্চ  শুক্রবার রমজানের মধ্যে ব্যাপক চাঁদাবাজি করে চক্রটি। 

এ নিয়ে ব্যবসায়িদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করেনি। বিষয়টি জানতে পেরে ৮ মার্চ শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে মাঠে নামে। এবং মাইকিং করে কাউকে চাঁদা না দেয়ার আহবান জানায়। ছাত্রদের আহবানে সাড়া দিয়ে ব্যবসায়িরা চাঁদা দেয়া থেকে বিরত থাকে। 

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এসব ভূমিকাকে ভালো ভাবে নিতে পারেননি এক শ্রেণির  কতিপয় রাজনৈতিক নেতা ও চাঁদাবাজরা। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কঠোর অবস্থানের কারণে বন্ধ হয়ে গেছে তাঁদের চাঁদাবাজি ও লুটপাট।

যার ফলে ওই চাঁদাবাজ চক্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অপপ্রচারে নেমেছে। তাঁদেরকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে নানা অপপ্রচার চালাচ্ছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, এই অন্তর্র্বতীকালীন সরকার একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য কাজ করে যাচ্ছে। দেশব্যাপী নৈরাজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ও বৈষম্য মুক্ত করতে ছাত্ররা রাজপথে প্রাণ দিয়েছে।

ছাত্র-জনতার সফল আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। কোন দলকে চাঁদাবাজি আর নৈরাজ্যের সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি। 

লুটপাট আর চাঁদাবাজির সাথে কেউ জড়িত থাকলে তাদেরকে জনতার সহায়তায় আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। তাই দেশের স্বার্থে সরকারকে সহযোগীতার আহবান জানান তিনি।

কোথাও কোন অন্যায় সংঘটিত হলে বৈষম বিরোধী ছাত্ররা তা প্রতিহত করবে। কোনো অপপ্রচার আমাদের দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব যবস য় ন র য়ণগঞ জ ব যবস য় দ র ব যবস য় র ৫ আগস ট র আহব ন আগস ট র র ব যবস কর ম র আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণে সোনারগাঁয়ে প্রচারাভিযান

জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার দাবিতে ESADS, CLEAN এবং BWGED-এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা আইয়ুব প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিটি বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজন করা হয়, যেখানে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে ছয়জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

অংশগ্রহণকারীরা "নিরাপদ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন জ্বালানি চাই" স্লোগান এবং নবায়নযোগ্য শক্তির বিনিয়োগ দ্রুততর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ESADS-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের ফলে জ্বালানি ব্যয় বেড়েছে এবং পরিবেশের বিপর্যয় ত্বরান্বিত হয়েছে।

বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে বাংলাদেশকে সৌর ও বায়ু শক্তির দিকে যেতে হবে, যাতে ব্যয়বহুল ও ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো যায়।

ESADS-এর মহাসচিব মীযানুর রহমান বলেন, "আমরা বাঁশখালীর ভুলগুলো আবারও ঘটতে দিতে পারি না। বাংলাদেশের জ্বালানির ভবিষ্যৎ পরিচ্ছন্ন ও টেকসই হতে হবে।

২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা- "উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না ঝরে।"

মানববন্ধনের সমাপ্তিতে আয়োজকরা নবায়নযোগ্য শক্তির পক্ষে নীতি সংস্কারের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন ESADS-এর সিনিয়র সহসভাপতি ফজলুর হক ভূঁইয়া, মোক্তার,ময়নাল, মালেক সহ প্রমুখ।

 

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনে শহিদদের স্মরণ ২ বন্দরে বাকপ্রতিবন্ধী আফজাল ৯ দিন ধরে নিখোঁজ   ৩  বন্দরে এসএসসি পরীক্ষায় ১ম দিনে অনুষ্ঠিত ২৮  ৪ বন্দরে মসজিদের দান বাক্সের টাকা চুরি করে পালানো ইমাম !   ৫ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২ ৬ এসএসসি পরীক্ষা ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি  ৭ আপনারা ইসরাইলি যত পণ্য আছে তা বয়কট করবেন : সজল ৮ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ  ৯ রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুই শিল্প কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা  ১০ এসএসসি পরীক্ষা উপলক্ষে আদমজী টিচার্স এসো: এর বিভিন্ন কর্মসূচি ১১ পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১২ ফতুল্লায় মুরাদ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড ১৩ সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ কৃষকদল নেতাকে আটক করে ছেড়ে দিল পুলিশ! ১৪ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মহানগর বিএনপির র‌্যালি ১৫ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির লিফলেট বিতরণ ১৬ রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন  ১৭ বন্দরে সাবেক যুবদল নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ   ১৮ বন্দরে ফার্মেসী মালিককে জরিমানা ও কারাদন্ড প্রদান  ১৯ পানাম সিটিতে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল ২০ আদমজীতে ব্যবসায়িরা খুশি হলেও চাঁদাবাজরা ক্ষুব্দ ২১ নগর ভবনের মুল প্রবেশদ্বারের পাশের বাগানে আবর্জনার স্তুপ ২২ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  ২৩ ফতুল্লায় ব্যাংকের বুথে নিরাপত্তাকর্মী হত্যায় এক ব্যক্তির যাবজ্জীব ২৪ সোনারগাঁয়ে পুত্রবধূর মিথ্যাচারের বিরুদ্ধে শাশুড়ীর সংবাদ সম্মেলন ১ ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস ২ মহাসড়কের কাঁচপুর থেকে গাউছিয়া পর্যন্ত নিত্য যানজট যেন বিষফোড়া ৩ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা বাবুকে নিয়ে ষড়যন্ত্র, ক্ষোভ ৪ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন  ৫ বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম, বিএনপি অফিস ভাংচুর ৬ বেসরকারী উদ্যোগে হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন ৭ সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা) ৮ ফতুল্লায় ঈদের দিনে যুবককে গুলি করে হত্যা ৯ ফতুল্লায় পিতার ওপর প্রতিশোধ নিতে শিশু পুত্রকে অপহরণ করে হত্যা ১০ সাংবাদিক রবিনের ঈদ শুভেচ্ছা সকল খবর

আরো পড়ুন  

বন্দরে বাকপ্রতিবন্ধী আফজাল ৯ দিন ধরে নিখোঁজ  

 বন্দরে এসএসসি পরীক্ষায় ১ম দিনে অনুষ্ঠিত ২৮ 

বন্দরে মসজিদের দান বাক্সের টাকা চুরি করে পালানো ইমাম !  

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

এসএসসি পরীক্ষা ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি 

রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুই শিল্প কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা 

এসএসসি পরীক্ষা উপলক্ষে আদমজী টিচার্স এসো: এর বিভিন্ন কর্মসূচি

পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম

সম্পর্কিত নিবন্ধ

  • আদমজী ইপিজেডে বিশৃঙ্খলার চেষ্টা, গাড়ি ভাঙচুর : আটক ৪৫
  • সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৩
  • কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণে সোনারগাঁয়ে প্রচারাভিযান
  • এসএসসি পরীক্ষা উপলক্ষে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ