জন সিনা রেসলিংয়ের মানুষ, বিরাট কোহলি ক্রিকেটের। তবে জগৎ ভিন্ন হলেও ক্রিকেটার কোহলিকে ভালোই চেনেন রেসলিং তারকা সিনা। অন্তত মার্কিন তারকার ইনস্টাগ্রাম পোস্ট তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।

আজ জন সিনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোহলির একটি ছবি পোস্ট করেছেন। কোনো ক্যাপশন নেই, শুধুই ছবি। তবে ছবিটি অনেকেরই চেনা মনে হওয়ার কথা। কারণ, কোহলির ভঙ্গিটা জন সিনারই।

ব্যাপারটা খোলাসা করা যাক। ৭ এপ্রিল আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচের আগে বেঙ্গালুরু একটি ভিডিও পোস্ট করে, যেখানে কোহলিকে জন সিনার ট্রেডমার্ক ‘ইউ কান্ট সি মি’ ভঙ্গি করতে দেখা যায়।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটারদের একটি রিং উপহার দিয়েছিল বিসিসিআই। আঙুলে পরা ওই রিং দেখাতে গিয়েই জন সিনার ভঙ্গি অনুকরণ করেন কোহলি।

ভারতীয় ক্রিকেট তারকার ‘ইউ কান্ট সি মি’ পোজ ভালো লাগারই কথা জন সিনার। আর সেই ভালো লাগা থেকেই ভিডিও থেকে ছবি নিয়ে পোস্ট করে দিয়েছেন নিজের দুই কোটির বেশি অনুসারীর ইনস্টাগ্রামে। রেসলিং ও ক্রিকেট এবং যুক্তরাষ্ট্র আর ভারতের ক্রীড়ানুরাগীদের মধ্যে জন সিনার পোস্ট সাড়া ফেলেছে। প্রথম সাত ঘণ্টার মধ্যেই পোস্টে লাইক পড়েছে পৌনে চার লাখ।

এবারের আইপিএলে কোহলি ছন্দে আছেন। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি ফিফটিসহ করেছেন ১৬৪ রান। আর জন সিনা এখন ২০ এপ্রিল নেভাদায় কোডি রোডসের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। যে লড়াইয়ে জিতলে রেকর্ড ১৮তমবার বিশ্বচ্যাম্পিয়ন হবেন জন সিনা।

আরও পড়ুনএই আউট দেখে আপনার সন্দেহ জাগবেই১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ইনস ট গ র ম জন স ন র

এছাড়াও পড়ুন:

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

রোববার রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

এদিন সকালে র‍্যাব প্রধান রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, সারা দেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান করে মানুষ। সব জায়গায় র‍্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে। 

এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনও গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ