অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি বলছেন, তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ‘বিশেষ’ কিছু। তবে তার মূল লক্ষ্য এখন ইউরোপের সর্বোচ্চ স্তরের ফুটবলে অ্যাস্টন ভিলাকে ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া।
আজ বুধবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে এমেরি আবার ফিরছেন প্যারিসে। যেখানে তিনি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোচিং করিয়েছেন পিএসজিতে। এবং ২০১৭-১৮ মৌসুমে লিগ শিরোপা জিতিয়েছিলেন দলটিকে।
স্প্যানিশ কোচ এমেরি ২০২২ সালে অ্যাস্টন ভিলার দায়িত্ব নেন এবং তার নেতৃত্বেই ক্লাবটি ৪০ বছরেরও বেশি সময় পর ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। এবার তার লক্ষ্য সেমিফাইনালে পৌঁছে এই স্বপ্নযাত্রাকে আরও এগিয়ে নেওয়া।
আরো পড়ুন:
বার্সার আক্রমণ ঠেকানোর উপায় খুঁজছে ডর্টমুন্ড
ছয় ম্যাচ হাতে রেখেই পিএসজির শিরোপা জয়
এ বিষয়ে এমেরি বলেন, ‘‘আমি যখন অ্যাস্টন ভিলায় আসি, তখন এটা ছিল এক চ্যালেঞ্জ। আমি শিরোপা জিততে চেয়েছিলাম, ইউরোপে খেলতে চেয়েছিলাম। চ্যাম্পিয়নস লিগে খেলা অবিশ্বাস্য, তবে ধারাবাহিকভাবে এই জায়গায় থাকা আমার পরবর্তী লক্ষ্য।’’
তিনি আরও বলেন, ‘‘প্যারিসে কোয়ার্টার ফাইনাল খেলাটা আমাদের সবার জন্যই বিশেষ ও অসাধারণ একটা ব্যাপার। তবে আমরা চাই এই পর্যায়ে নিয়মিত থাকতে। আমরা আত্মবিশ্বাসী, সুযোগ আছে এবং খেলাটা উপভোগ করতে চাই।’’
‘‘আমি পিএসজিতে যা করেছি, তা আমার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে। আবার প্যারিসে ফিরতে পারা আমার জন্য বিশেষ ব্যাপার। বিশেষ করে এই পরিস্থিতিতে। এখন আমি আমার বর্তমান ক্লাবের প্রতি দায়িত্ব পালন করতে চাই, খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে চাই।’’
এমেরি আরও জানিয়েছেন, পিএসজির শক্তি সম্পর্কে তিনি অবগত। বিশেষ করে তারা আগের রাউন্ডে লিভারপুলকে হারিয়ে এসেছে। তবে তার লক্ষ্য হবে প্রতিপক্ষের মাঠ পার্ক দেস প্রিন্সে লড়াই করার মতো একটি দল মাঠে নামানো।
‘‘ওরা দারুণ ফুটবল খেলছে। লুইস এনরিকের দল মানেই মাঠে আধিপত্য— তা লিগেই হোক বা চ্যাম্পিয়নস লিগে। লিভারপুলের বিপক্ষে তারা যেভাবে খেলেছে, সেটা তাদের শক্তির প্রমাণ। ওদের প্রেসিং খুবই ভালো এবং প্রতিটি মুহূর্তে তারা খুব আক্রমণাত্মক। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, মাঠে সাহসিক ভূমিকা রাখতে চাই।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ অ য স টন ভ ল ফ ইন ল প এসজ
এছাড়াও পড়ুন:
দুদকের মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা দেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, তার বিরুদ্ধে এ মামলার কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তিনি সম্পদ বিবরণী দাখিল করেছেন। আর তার অবৈধ সম্পদ যদি থাকে, সেটা তো অবরুদ্ধ করতে হতো। সেটাও তো করা হয়নি। সুতরাং এ মামলা থেকে তাকে খালাস দেওয়া হলো। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম এ তথ্য জানান।
এদিন স্ত্রীসহ আদালতে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন ফালু। রায়ের পর তিনি হাসিখুশি মেজাজে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে ২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় মামলা করে দুদক। এরপর ২০১৮ সালের ২৭ অগাস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত। এর পাঁচবছর পর ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ মামলার অভিযোগে বলা হয়, দুদকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পেয়ে ২০০৭ সালের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন ফালু। এ নিয়ে তদন্তে তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায় দুদক।
২০০৪ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ফালু ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। পরে আওয়ামী লীগ সরকার থাকার সময় কারাগার থেকে মুক্তি পান তিনি।