বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘ক্যামন ৪০’ ও ‘ক্যামন ৪০ প্রো’ মডেলের দুটি ফোন আনার ঘোষণা দিয়েছে টেকনো। একাধিক শক্তিশালী এআই ফিচার থাকায় স্মার্টফোনগুলোতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়। আইপি৬৬ প্রযুক্তিনির্ভর হওয়ায় পানিতে পড়ে গেলেও নষ্ট নয় না ফোনগুলো। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন দুটির পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের আলট্রা নাইট ক্যামেরা থাকায় অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যায়। সেলফি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াটের ফ্লাশ চার্জার থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোন দুটি। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।

আরও পড়ুনপাতলা স্মার্টফোন তৈরির দৌড়ে অ্যাপল ও স্যামসাংকে পেছনে ফেলল যে প্রতিষ্ঠান০৬ মার্চ ২০২৫

ফোন দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২৩ হাজার ৯৯৯ টাকা এবং ২৭ হাজার ৯৯৯ টাকা। তবে এখনই বাজারে পাওয়া যাবে না ফোন দুটি। আগ্রহী ক্রেতারা ১৫ এপ্রিল পর্যন্ত ফোন দুটি কেনার জন্য অগ্রিম নিবন্ধন করতে পারবেন। অগ্রিম নিবন্ধন করলে মডেলভেদে ব্যাকপ্যাক ও স্মার্ট ঘড়ি উপহার পাওয়া যাবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নড়াইলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নড়াইলের নড়াগাতি থানার পেঁচি ডুমুরিয়া গ্রামে আহাদ শেখ নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (১৩ এপ্রিল) রাতে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা করেছেন। অভিযুক্ত আহাদ শেখ নড়াগাতি থানার পেঁচি ডুমুরিয়া গ্রামের মৃত ছানা শেখের ছেলে। তিনি ওই স্কুল ছাত্রীর প্রাইভেট শিক্ষক। 

ভুক্তভোগী স্কুল ছাত্রীর মায়ের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, স্বামীর কর্মস্থল ঢাকায় এবং বড় মেয়ে যশোর সিএমএইচে ভর্তি থাকায় গত ৭ এপ্রিল বিকালে মেয়েকে বাড়িতে রেখে তিনি যশোর যান। তখন বাড়িতে ছোট মেয়ে এবং ছেলের স্ত্রী বাড়িতে ছিলেন। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে তার মেয়ের প্রাইভেট শিক্ষক আহাদ শেখ তাদের বাড়িতে গিয়ে প্রথমে তার ছেলের স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দেখেন এবং পরে ওই স্কুল ছাত্রীকে পড়ানোর জন্য অন্য ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন এবং এ ঘটনা কাউকে জানালে খুন করে ফেলার হুমকি দেন। শিক্ষক আহাদ শেখ স্কুলছাত্রীর সঙ্গে ধস্তাধস্তি করেন। পরে চিৎকার দিয়ে পাশের রুমে পালিয়ে গিয়ে তার ভাবি কে ঘটনা জানায়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সোমবার (১৪ এপ্রিল) বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

ধর্ষণে ব্যর্থ হয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ