মিজানুর রহমান আরিয়ান নির্মিত আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’। ৫৩ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টেলিফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেন— জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় ‘বড় ছেলে’। এ জুটির রসায়ন ভীষণভাবে মুগ্ধ করে দর্শকদের। বাংলা নাটকের ইতিহাসে ইউটিউবে দ্রুততম ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছিল এটি। গত ৭ বছর ৭ মাসে (২ হাজার ৭৭৩ দিন) টেলিফিল্মটির মোট ভিউ হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৯৬ হাজারের বেশি।

আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’-এর ভিউয়ের রেকর্ড ভাঙল একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। গত বছরের ৯ এপ্রিল ইউটিউবে মুক্তি পায় নাটকটি। তারপর থেকে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে এটি। এক বছরে (৩৬৫ দিন) নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬৬ হাজারের বেশি। ৩ লাখ ৭০ হাজার ভিউ বেশি নিয়ে বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে।

আরো পড়ুন:

দুই পরিবার একসঙ্গে ঈদ করব: মেহজাবীন

মায়ের শাড়িতে বধূ সাজেন মেহজাবীন

‘শ্বশরবাড়িতে ঈদ’ নাটক শীর্ষে অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। নিলয়-অপূর্ব ভক্তরা দুই শিবিরে বিভক্ত হয়েছেন। “অপূর্বকে টপকে গেলেন নিলয়”, ‘অপূর্বর চেয়ে সেরা নিলয়”— এমন নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। ভক্তদের অনেকে যার যার প্রিয় অভিনেতাকে এগিয়ে রাখার প্রতিযোগিতাও করছেন। তবে এমন আচরণ পছন্দ নয় নিলয়ের।

বিনয়ের স্বরে নিলয় আলমগীর বলেন, “আমার নাটক এত মানুষ দেখেছেন, সেটা খুশির ব্যাপার। অপূর্ব ভাইয়ের “বড় ছেলে’ নাটকটা অনেক সুন্দর। আমি অপূর্ব ভাইয়ের বড় একজন ভক্ত। আমার মনে হয়, অপূর্ব ভাইয়ের নাটকটাই আমার নাটকের চেয়ে সুন্দর এবং ভালো। তা ছাড়া অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার তুলনা করা উচিত না।”

অপূর্বর সঙ্গে নিলয়ের তুলনার অনুশীলনটা ভালো নয় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি বলেন, “একটি কাজের পেছনে অনেক কষ্ট থাকে। দর্শক সেটা পছন্দ করলে সার্থক মনে হয়। তবে একটি বিষয় খারাপ লাগছে, সেটা হচ্ছে তুলনা। অনেকেই লিখছেন, ‘নাটকটি দিয়ে এ ওকে হারিয়ে দিল।’ আমার কাছে তুলনা করাটা ভালো লাগে না। আমরা দীর্ঘদিন ধরেই শীর্ষ ভিউয়ে ২ নম্বরে ছিলাম, এখন শীর্ষে, এই যা! বাংলা নাটকের শীর্ষ ভিউয়ে রয়েছে এটাই বলা প্রাসঙ্গিক। ১ নম্বরে আছি, এটা বলাটাও আমার পছন্দ নয়। কারণ অনেক নাটক রয়েছে, যেগুলোর ভিউ এখন কম হলেও দর্শকপ্রিয়। যা-ই হোক, এটা আমাকে ভালো কাজে অনুপ্রেরণা দেবে।”

ভিউয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করায় ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের পরিচালক মহিন খান দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ নির্মাতা বলেন, “নাটকটি প্রচারের পর থেকেই দীর্ঘ সময় ট্রেন্ডিংয়ে ছিল। কিন্তু এটা যে কখনো ভিউয়ের দিক থেকে শীর্ষ বাংলা নাটকের একটা হবে, এটা কল্পনাই করিনি। অল্প সময়ে এত দর্শক নাটকটি দেখায় তাদের কাছে কৃতজ্ঞত। অন্যদিকে ‘বড় ছেলে’ দীর্ঘ সময় ধরে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় ছিল। এটাও আমার পছন্দের একটি নাটক।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক বড় ছ ল ন টক র পছন দ ন টকট

এছাড়াও পড়ুন:

ভাইয়ের সামনে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আবদুল কাদের মিলন (৩৬) নামে যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মিলন চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইসমাঈলের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বজন জানান, ৫ আগস্ট সরকার পতনের পর মিলন বাড়ি থেকে চলে যান। এর পর তিনি সৌদি আরবে ওমরাহ পালন করেন। চার দিন আগে তিনি দেশে ফেরেন।

মিলনের ছোট ভাই আবদুর রহিম বলেন, ‘আমি অটোরিকশাচালক। রাতে অটোরিকশায় বড় ভাইকে ফেনীর দাগনভূঞা থেকে নিয়ে গ্রামে ফিরছিলাম। পথে রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের চৌধুরীরহাট এলাকায় একটি মোটরসাইকেল আমাদের পিছু নেয়। একই ইউনিয়নের পোলের গোড়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেল আরোহীরা পথরোধ করে। পরে আমার ভাইকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামায় তারা। সেখান থেকে মারতে মারতে পার্শ্ববর্তী এতিমখানার সামনে নিয়ে যায়। সেখানে আরও কয়েকজন মিলে তাঁকে পেটাতে থাকে। প্রত্যেকের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল। এ সময় ভাইকে উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করে তারা।’

আবদুর রহিম জানান, পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে মিলনের মৃত্যু হয়।
মিলনের স্ত্রী জুলেখা বেগম বলেন, ‘আমার স্বামীর সঙ্গে এলাকার মেম্বার যুবদল নেতা সুমন ও মাঈন উদ্দিনের যোগাযোগ ছিল। তারা এলাকায় ফেরার আশ্বাস দেওয়ায় তিনি বাড়িতে আসেন। তাঁকে জামায়াত-শিবির ও বিএনপির লোক হত্যা করেছে।’

উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেলায়েত হোসেনের দাবি, এ ঘটনায় জামায়াত কিংবা ছাত্রশিবিরের কেউ জড়িত নয়। অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, এলাকার লোক মিলনকে হত্যা করেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর থেকে গতকাল দেলোয়ার হোসেন নয়ন নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিন উপজেলার খৈসাইর এলাকায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর সদরের পূর্ব চৌপল্লী এলাকায় সন্ত্রাসীর গুলিতে রুবেল হোসেন নামের এক যুবক আহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রুবেল সদর উপজেলার আবদুল কুদ্দুসের ছেলে।
 

সম্পর্কিত নিবন্ধ