পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কটের হুমকি পারটেক্সের
Published: 9th, April 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে এবার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। পারিশ্রমিক না পাওয়ায় আজ বুধবার (০৯ এপ্রিল) তারা অনুশীলন বয়কট করেছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ। আজকে রাতের ভেতরে পারিশ্রমিক না পেলে আগামীকাল মাঠে না নামার হুমকি দিয়েছেন তারা।
টাকা না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে আনুষ্ঠানিক চিঠি দিতে চেয়েছিলেন। তার অনুপস্থিতিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন তারা। দলটির ক্রিকেটার মুক্তার আলী গণমাধ্যমে বলেছেন, ‘‘পারিশ্রমিকের সমস্যাটা এক দিনের নয়। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি ক্লাবের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে যেমন অনুশীলন বয়কট করেছি, কালকের ম্যাচও খেলব না। এবার সবার পারিশ্রমিকই খুবই অল্প। সেই টাকাও আমরা পাচ্ছি না। তাই কালকের ম্যাচ খেলতে যাব না।’’
‘‘এই দলের পারিশ্রমিক এমনিতেই খুব কম। যারা খেলছি, মূলত প্রিমিয়ার লিগটা খেলার জন্য খেলছি। এখানে শতাংশের হিসেবে বলাও মুশকিল। কেউ হয়তো এক লাখ পেয়েছে, কেউ আবার দশ হাজার। চার-পাঁচ জনের মতো পঞ্চাশ ভাগ পেয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।’’ – যোগ করেন তিনি।
আরো পড়ুন:
আবাহনীর মুখোমুখির আগে মোহামেডানের আত্মবিশ্বাসী জয়
আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক
পারটেক্স লিগে মাত্র নয় ম্যাচে দুই জয় পেয়েছে। দলটির শুরু থেকে অধিনায়কের দায়িত্বে ছিলেন সাব্বির রহমান। কিন্তু শেষ চার ম্যাচে তিনটিতে অধিনায়কের দায়িত্ব পালন করেননি তিনি। শেষ ম্যাচে একাদশেও ছিলেন না। আজকের অনুশীলনে তাকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, এ সময়ে সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তিনি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আওতায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এটি বিকেল ৪টার দিকে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি ঘোষণাপত্র পাঠ করেন।
আরো পড়ুন:
লাল-সবুজের জার্সিতে খেলবেন সামিত, জানিয়ে দিলেন আনুষ্ঠানিক সম্মতি
ট্রান্সশিপমেন্ট বাতিল: বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে ৪ ট্রাক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্বে সমাবেশে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের নেতারা অংশ নেন।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা।
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। ফিলিস্তিনের পতাকা ও ফিলিস্তিনের মুক্তির স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে গোটা সোহরাওয়ার্দী উদ্যান। এ যেন এক টুকরো ফিলিস্তিন! নারী-পুরুষ-শিশুদের পদচারণায় সোহরাওয়াদী উদ্যানসহ এর আশপাশের এলাকায় তিল পরিমাণ ঠাঁই নেই।
সকাল থেকে রাজধানীর শনিরআখড়া-যাত্রবাড়ী রুট, টঙ্গী, উত্তরা, কেরাণীগঞ্জ, গাবতলী, শ্যামলী দিয়ে বাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে এবং মাইলের পর মাইল পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আসতে শুরু করেন লাখো মানুষ। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর মোড় থেকে নারী-পুরুষের স্রোত যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে।
মিছিলের সম্মুখে কাপড়ে মোড়ানো কয়েকটি লাশের প্রতিকৃতি নিয়ে তারা সোহরাওয়ার্দীর অভিমুখে যাচ্ছিলেন। সে সময় তাদের ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেছে।
এছাড়া ইসরায়েলের পণ্য, বয়কট বয়কট; ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে; ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসরাইলের আস্তানা; নারায়ে তাকবির, আল্লাহু আকবরসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। রাজধানীর শাহবাগে যেন জনসমুদ্র। স্লোগানে স্লোগানে প্রকম্পিত গোটা শাহবাগ।
ঢাকা/রায়হান/সাইফ