নীতি সুদহার কমিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
Published: 9th, April 2025 GMT
আজ থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের 'পাল্টা শুল্ক'। আর ট্রাম্পের পাল্টা শুল্ক বাস্তবায়নের পর থেকেই রেপো বা নীতি সুদহার কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)।
বুধবার সকালে রেপো হার ২৫ ভিত্তি পয়েন্ট কমানোর কথা ঘোষণা দিয়েছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে রেপো হার ৬ দশমিক ২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশ। খবর ইকোনমিক টাইমসের।
এর আগে ৭ ফেব্রুয়ারি রেপো হার কমিয়েছিল আরবিআই। যে সুদের হারে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দেয়, সেটাই রেপো হার; এই রেপো হার কমলে এর সঙ্গে যুক্ত সব ঋণের সুদের হার কমে। ফলে ব্যাংক ঋণ নেওয়া গ্রাহকেরা স্বস্তি পায়। ঋণের মাসিক কিস্তির অঙ্ক কমে যায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ র কম
এছাড়াও পড়ুন:
টানা ২৪ ম্যাচে হারেনি বার্সেলোনা, রেকর্ড কত ম্যাচের
২০২৫ সালটা কী অসাধারণ কাটছে বার্সেলোনার! এপ্রিলের মাঝামাঝি সময়ে এসেও হান্সি ফ্লিকের দল অপরাজিত। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা, লা লিগায় শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে থেকে। এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে বার্সা সমর্থকদের!
সর্বশেষ গতরাতে লেগানেসের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। আত্মঘাতী গোল করেছেন লেগানেসের ডিফেন্ডার হোর্হে সায়েন্স। ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
এ নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। ক্লাব ইতিহাসে এর চেয়ে বেশি টানা ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আছে আর মাত্র তিনবার।
২০০৫-০৬ মৌসুমে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনেও টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল বার্সা, সেবারও পরিসংখ্যান ছিল এবারের মতোই, ২০ জয় এবং ৪ ড্র। ডাচ কোচের অধীনে সেই যাত্রা শুরু হয়েছিল ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ ড্র দিয়ে এবং লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জয়ের সেই মৌসুমে মায়োর্কার বিপক্ষে ২-০ গোলের জয় পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল।