অতিগোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম। 

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুপুরে যান এই দুই নেতা। সেখানে তারা কিছু অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন।

পরে সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভেরি কনফিডেনশিয়াল’ (অতিগোপনীয়)। 
কাদের বিরুদ্ধে অভিযোগ, এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে এনসিপির এ নেতা বলেন, এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তা ছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।

এ বিষয়ে সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এ সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আবদ ল

এছাড়াও পড়ুন:

মুখে মাটি-বালু ঢুকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাকু ঠেকিয়ে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ফুলবাড়ী-বালারহাট সড়কের নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটেছে। টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মুখে মাটি ও বালু ঢুকিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী তাজুল ইসলাম। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে। স্থানীয় বালারহাট বাজারে ‘তিন্নি স্টোর’ নামে মোবাইল ব্যাংকিংয়ের দোকান রয়েছে তার।

অভিযোগে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী তাজুল দোকান বন্ধ করে প্রায় আড়াই লাখ টাকা একটি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত ব্যক্তি এসে গলায় ও বুকে চাকু ঠেকিয়ে টাকার ব্যাগ ধরে টান দেয়। 

এ সময় তাজুল চিৎকার দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি ও বালু ঢুকিয়ে দিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তির সময় গলায় ও হাতে ছুরি লেগে আহত হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগী তাজুল ইসলাম বলেন, আকস্মিক অপরিচিত তিন লোক চাকু নিয়ে আমার ওপর আক্রমণ করে। আমার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিলে বাধ্য হয়ে ব্যাগ ছেড়ে দেই। রাতেই থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানাই।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ