ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। মাঝেমধ্যে দেশে আসেন। এসেই কয়েক মাস থাকেন। এরপর প্রয়োজনীয় সব কাজকর্ম সেরে আবার উড়াল দেন। এক দশকের বেশি সময় ধরে এভাবেই চলছে এই তারকার জীবন। এবারও দেশে এসেছেন, তবে একদম চুপচাপে এবং হঠাৎ করে। তা-ও এসেছেন মাত্র ৮ ঘণ্টার জন্য এলেন। শাবনূর জানালেন, তাঁর এবারের আসাটা অন্য সময়ের মতো ছিল না। সব সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার আসার পুরোটা সময় কেটেছে অস্থিরতায়। কখন তাঁকে বহনকারী উড়োজাহাজ দেশের মাটি স্পর্শ করবে, তা নিয়ে ছিল চরম উদ্বেগ-উৎকণ্ঠা। শাবনূরের অবস্থাটা এমন, যত দ্রুত ঢাকায় নামতে পারেন, ততটাই স্বস্তির। শাবনূরের এই তাড়াহুড়ো ও হঠাৎ বাংলাদেশে আসার সিদ্ধান্ত তাঁর মায়ের অসুস্থতার কারণে।

মায়ের সঙ্গে তোলা ছবিতে শাবনূর.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ বন র

এছাড়াও পড়ুন:

সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি–বেসরকারি পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টার পর শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে সড়ক আটকে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাতরাস্তায় সড়ক অবরোধকারীদের মধ্যে সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা রয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রায় এক হাজার শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন। এর আগে যে ছয় দফা দাবিতে তাঁরা সড়কে নেমেছিলেন, আজও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ